loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন ফেদেরার


দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন ফেদেরার

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দুবাই ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। চলমান কাতার ওপেনে খেলার মাধ্যমে দীর্ঘ ১৩ মাস পরে কোর্টে ফিরেছিলেন ফেদেরার। তবে, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বিশ্বের সাবেক এই শীর্ষ তারকাকে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

৩৯ বছর বয়সী ফেদেরার দোহায় দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ৪২ নম্বর খেলোয়াড় জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলির কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। পরাজয়ের পরে ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার টুইটারে লিখেছেন, ‘এটিপি টুরে ফিরতে পারাটা সত্যিই আনন্দের। আরও একবার দোহায় খেলতে পারার প্রতিটি মুহূর্তই ছিল দুর্দান্ত। এজন্য আমার পুরো দলকে ধন্যবাদ জানাতে চাই। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে ফেরাটা মোটেই সহজ কাজ নয়। সে-কারণেই আমি আবারো অনুশীলনে মনোযোগী হতে চাই। আর সেটা করতে গিয়ে দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি।’

গত বছর ফেদেরারের হাঁটুতে দুইবার অস্ত্রোপচার করা হয়েছে। যে-কারণে ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাজিত হওয়ার পরে আর কোনো টুর্নামেন্টে অংশ নেননি। গত বুধবার কাতার ওপেনের প্রথম ম্যাচে বৃটেনের ড্যান ইভান্সের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে কষ্টার্জিত জয় নিশ্চিত করেছিলেন তিনি।

ইতোমধ্যে ফেদেরার ঘোষণা দিয়েছেন চলতি মাসের শেষে বছরের প্রথম মাস্টার্স ইভেন্ট মায়ামি ওপেনে খেলবেন না তিনি। এর অর্থ হলো, এপ্রিলে অনুষ্ঠেয় ইউরোপিয়ান ক্লে কোর্ট মৌসুমের মাধ্যমে হয়তোবা তিনি পুনরায় কোর্টে ফিরবেন।

এদিকে গতকাল ফেদেরারের পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ঘোষণা দিয়েছেন, পিঠের ইনজুরির কারণে দুবাই ওপেনে তিনিও খেলবেন না।

Loading...