loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা


ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা

জাপানের টেনিস তারকা নাওমি ওসাকার সময়টা বেশ যাচ্ছিল। গত মৌসুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের পরে চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতে নিয়েছেন। ফরাসি ওপেনের শুরুটাও ছিল ভালো। কিন্তু, প্রথম রাউন্ড শেষ হতেই ঝামেলার শুরু। গণমাধ্যম বয়কট করে জরিমানা গুনেছেন, হুমকি ছিল বহিষ্কারেরও। তবে, টুর্নামেন্ট কমিটি সে-পথে হাঁটার আগে নিজেই সরে দাঁড়ালেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় বাছাই এই তারকা।

রোলাঁ গারোয় বুধবার (২ জুন) দ্বিতীয় রাউন্ডে আরেক রোমানিয়ান আনা বোগদানের বিপক্ষে লড়াই করার কথা ছিল ওসাকার। কিন্তু এর আগেই টুইটারে দীর্ঘ এক বিবৃতি দিয়ে আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

২০১৮ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পর থেকেই ওসাকা অবসাদে ভুগছেন বলে বিবৃতিতে জানান তিনি। তাই, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতেই গণমাধ্যম এড়াতে চেয়েছিলেন। 

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে রোববার রোমানিয়ার পাত্রিচিয়া মারিয়া চিগকে ৬-৪ ও ৭-৬ (৭-৪) গেমে হারান ওসাকা। কিন্তু ম্যাচ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচ সংবাদ সম্মেলনে যোগ দেননি তিনি। পরে গ্র্যান্ড স্ল্যাম কমিটি এক বিবৃতি দিয়ে তাঁকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করার কথা জানায়। আর টুর্নামেন্ট চলাকালীন আবার গণমাধ্যম বয়কট করলে আসর তো বটেই, ভবিষ্যতে অন্য কোনো গ্র্যান্ড স্ল্যাম তাঁকে নিষিদ্ধ করা হতে পারে বলে সতর্ক করে দেন।

ওসাকার এমন বিদায়ে বিব্রত আয়োজকরাও। ফরাসি টেনিস সংস্থার প্রধান জিলেস মোরেটন এক বিবৃতিতে বলেছেন, রোলাঁ গারো থেকে ওর নাম প্রত্যাহার খুবই দুর্ভাগ্যজনক। আমাদের তরফ থেকে ওর দ্রুত আরোগ্য কামনা করছি। আগামী মৌসুমে ওকে আবার এই টুর্নামেন্টে দেখার অপেক্ষায় রইলাম।

Loading...