loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ফরাসি ওপেন থেকে সেরেনার বিদায়


ফরাসি ওপেন থেকে সেরেনার বিদায়

ফরাসি ওপেন টেনিসে ফেভারিটদের বিদায়ের সংখ্যা ক্রমেই বাড়ছে। চতুর্থ রাউন্ড থেকেই এবার বিদায় নিয়েছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। কাজাখস্তানের ২১ বছর বয়সী এলেনা রিবাকিনার কাছে হেরে বিদায় নেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা।

রোববার (৬ জুন) রোলাঁ গাঁরোয় সপ্তম বাছাই সেরেনার বিপক্ষে সরাসরি সেটে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেন ২১ নম্বর বাছাই রিবাকিনা। ৬-৩ ও ৭-৫ গেমে জিতে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন তিনি।

আর একটি গ্র্যান্ড স্লাম জিতলেই টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ করতে পারবেন সেরেনা। কিন্তু তাঁর অপেক্ষা দিন দিন বেড়েই চলেছে। ২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর শিরোপা যেন সোনার হরিণ হয়ে উঠছে তাঁর জন্য। আর ২০১৬ সালের পরে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডও পার হতে পারছেন না।

অপর ম্যাচে ১৫ নম্বর বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে বিদায় করে দিয়েছেন ৩১তম বাছাই রাশিয়ান আনাস্তাসিয়া প্যাভলুচেঙ্কোভা। ৫-৭, ৬-৩ ও ৬-২ গেমে ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেন এই রাশিয়ান। হেরেছেন ২০তম বাছাই মার্কেতা ভনদ্রুসোভাও। অবাছাই স্প্যানিশ তরুণী বাদোসা গিলবার্তের কাছে ৬-৪, ৩-৬ ও ৬-২ গেমে হেরে যান এই চেক তারকা।

পুরুষদের এককে এদিন ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। ৬ নম্বর বাছাই জার্মানির আলেকজান্ডার স্পেরেভ হারিয়েছেন জাপানি তারকা কাই নিশিকোরিকে। ৬-৪, ৬-১ ও ৬-১ গেমে হারিয়ে শেষ আটে উত্তরণ নিশ্চিত করেন স্পেরেভ।

Loading...