loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

লকডাউন মেনে চলার আহ্বান ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী


লকডাউন মেনে চলার আহ্বান ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশের অধিকাংশ জনগণকেই টিকার আওতায় নিয়ে আসার এবং সবসময় তাঁদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন মেনে করোনাভাইরাস প্রতিরোধের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা লকডাউন ঘোষণা করেছি। আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন এবং অন্যকেও সুরক্ষিত করেন, যেন করোনা আর বাড়তে না পারে।’ তিনি বলেন, ‘টিকা আসতে শুরু করেছে। কোনো অসুবিধা হবে না। সারাদেশে আমাদের মানুষ যাতে সুরক্ষিত থাকে – তার ব্যবস্থা আমরা করবো।’

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা শনিবার (৩ জুলাই) অপরাহ্নে একাদশ সংসদের ত্রয়োদশ (২০২১-২২ বাজেট অধিবেশন) অধিবেশনের সমাপনী ভাষণে এ-কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এ-সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

প্রধানমন্ত্রী করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং বাড়ি গিয়ে গরম পানির ভাপ নেয়া এবং কুসুম গরম পানি দিয়ে গরগরা করার মতো সাধারণ এবং করোনা প্রতিরোধে অবশ্য পালনীয় হিসেবে স্বাস্থ্যবিধিগুলো স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘এগুলো মানতে পারলেই এই রোগের বিস্তারকে আমরা রোধ করতে পারবো।’

শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে বলবো – আমরা লকডাউন ঘোষণা করেছি, আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন এবং অন্যকেও সুরক্ষিত করেন।’

টিকার বিষয়ে আর কোনো সমস্যা হবে না এবং দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার বিষয়ে তাঁর সরকারের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, টিকা আসতে শুরু করেছে। কোনো অসুবিধা হবে না। মানুষ যাতে সুরক্ষিত থাকে, তার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভারত থেকে করোনা-টিকা কেনার ব্যবস্থা করেছিলাম। কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় তাঁরা রপ্তানি বন্ধ করে দেয়। এতে কিছুদিন আমাদের সমস্যা হয়েছিল। 

এখন আর সমস্যা নেই। চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা এসে গেছে, আরও আসবে।’

এ-সময় প্রধানমন্ত্রী ২ জুলাই রাতে এবং ৩ জুলাই সকালে মডার্না ও সিনোফার্মের টিকা আসার কথা উল্লেখ করে বলেন, ‘যেখানে টিকা পাওয়া যাচ্ছে সেখানে আমরা যোগাযোগ করছি। আরও কিনে আনবো। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র সব জায়গায় আমরা যোগাযোগ রেখেছি।’

তিনি বলেন, ‘আমি আগেই বলেছি আমরা ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনবো। বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। আমরা অনেক টাকা দিয়ে টিকা কিনে এনেছি। কিন্তু জনগণের স্বার্থে বিনামূল্যে টিকা দিচ্ছি। আমরা সব কর্মসূচিতে অগ্রাধিকার দেই গ্রামের খেটে খাওয়া মানুষদের।’

তিনি বলেন, টিকা দেওয়ার পর স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। শিশুদেরও করোনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জেনেশুনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেবো কি-না’, বিরোধীদলের উপনেতা ও সংসদ সদস্যদের উদ্দেশ্যে তাঁদের বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন  করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জেনেশুনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বেই একই অবস্থা। বাবা-মায়েরা চায় না, তাঁদের সন্তানরা এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে যাক। আর যাঁদের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়ে নেই, তাঁরা শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেন।’

বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও অধিবেশনে বক্তৃতা করেন।

যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মডার্না ও চীনের সিনোফার্ম চুক্তি অনুযায়ী বাংলাদেশকে করোনা প্রতিষেধক টিকা সরবরাহ করেছে। পূর্ব-নির্ধারিত সময়েই দেশ দু’টি থেকে পাঠানো মোট ৪৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। যার মধ্যে মডার্নার ২৫ লাখ ডোজ এবং সিনোফার্মের ২০ লাখ ডোজ।

তাঁর সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে যে-বয়স থেকে টিকা দেওয়া যায়, সেসব নিয়ে চিন্তা করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে টিকা প্রদান পুনরায় শুরু করেছে, বলেছেন তিনি।

করোনা মোকাবেলায় জনগণের ঘরে অবস্থান ধরে রাখতে না পারায় প্রধানমন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ঈদ-উল-ফিতরের সময় আমরা অনুরোধ করলাম, আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু অনেকেই সে-কথা শোনেনি, ছুটে চলে গেছে। তার ফলাফলটা হলো – বিভিন্ন জেলা পর্যায়ে করোনাটা ছড়িয়ে পড়লো।

তিনি বলেন, সকলে সরকারের কথা শুনলে হয়তো সারাদেশে এমনভাবে করোনা ছড়িয়ে পড়তো না; এটা হলো বাস্তবতা।

তাঁর সরকার তারপরেও মানুষের পাশে দাঁড়াতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে সরকার-প্রধান বলেন, শুধু সরকার নয় তাঁর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেও নানা সহযোগিতা মানুষকে অব্যাহত রেখেছে সরকার।

করোনা মোকাবেলায় তাঁর সরকারের ১৫.২ বিলিয়ন ডলার সমপরিমাণ ২৩টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বাস্তবায়নের দিকে ইঙ্গিত করে বলেন, এমন কোনাে শ্রেণী-পেশার মানুষ নেই – যাঁদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়নি।

শেখ হাসিনা বলেন, আবারো করোনা দেখা দেওয়ায় তাঁর সরকার আর্থিক সহযোগিতা পুনরায় চালু করার মাধ্যমে কারো যেন খাদ্যের অসুবিধা না হয় – সে-বিষয়টি দেখবে।

Loading...