loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিতে কলম্বিয়া


উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিতে কলম্বিয়া

কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলো। বল দখলের লড়াইয়ে সমানে-সমান, আক্রমণেও প্রায় সেরকমই। পরে টাইব্রেকারে ব্যবধান গড়ে দিলেন গোলরক্ষক ডেভিড ওস্পিনা। তাঁর নৈপুণ্যে পেনাল্টি শুট আউটে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো কলম্বিয়া।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচের নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল।

টাইব্রেকারে কলম্বিয়ার চার শটের সবকটিই জাল স্পর্শ করেছে; কিন্তু উরুগুয়ের চার শটের মাত্র দুটিতে গোল হয়েছে। দলটির হোসে হিমেনেস ও মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে জয়ের নায়ক হয়েছেন ওস্পিনা।  

মূল ম্যাচে কলম্বিয়া প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। তবে, দ্বাদশ মিনিটে উইরিয়াম তেসিয়োর হেড ক্রসবারের একটু উপর দিয়ে গেছে। ৩৩তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে উরুগুয়ের মিডফিল্ডার আরাসকায়েতার নেওয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

৬০তম মিনিটে ভালো পজিশনে বল পেয়েও হতাশ করেন লুইস সুয়ারেস। ৭৩তম মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার জোরালো হেড কোনোমতে ঠেকান ফের্নান্দো মুসলেরা।

বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পরে, টাইব্রেকারে প্রতিযোগিতার রেকর্ড-সংখ্যকবার শিরোপাজয়ীদের বিদায় করে উল্লাসে মেতে উঠে কলম্বিয়া।

শিরোপা-নির্ধারণী ম্যাচে যাওয়ার লড়াইয়ে আগামী বুধবার (বাংলাদেশ সময়) কলম্বিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা।

Loading...