loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়


উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়

উইম্বলডন টেনিস থেকে বিদায় নিলেন কিংবদন্তি তারকা রজার ফেদেরার। বুধবার (৭ জুলাই)  তাঁকে সরাসরি সেটে হারিয়ে চমক দেখিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পা রাখলেন হুবের্ত হুরকাৎজ।

বুধবার (৭ জুলাই) অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার-ফাইনালে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের হুরকাৎজ। চলমান উইম্বলডনের আগে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় কখনো কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডও পার হতে পারেননি।

উইম্বলডনের ঘাসের কোর্টে আগে কখনোই ৬-০ গেমে কোনো সেট হারেননি ৩৯ বছর বয়সী ফেদেরার। হুরকাৎজ তাঁকে দিয়েছেন সেই অভাবনীয় তিক্ত অভিজ্ঞতার স্বাদ।

সবমিলিয়ে ১৩ বছর পরে কোনো গ্র্যান্ডস্ল্যামে এই ব্যবধানে সেট হারলেন ফেদেরার। ২০০৮ সালে ফরাসি ওপেনের ফাইনালে নাদাল তাঁর বিপক্ষে একটি সেটে জিতেছিলেন ৬-০ গেমে।

সেমিফাইনালে ইতালির মাত্তেও বেররেত্তিনির মুখোমুখি হবেন হুরকাৎজ। ফেদেরারকে হারানোর পরে উচ্ছ্বাস আর বিস্ময় নিয়ে তিনি বলেছেন, ‘এটা আমার কাছে সুপার স্পেশাল। এখানে খেলতে পারায়, যেখানে ফেদেরার কত স্পেশাল কিছু করেছে, স্বপ্ন সত্যি হলো।’

২০১৮ সালের পরে আর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি সুইজারল্যান্ডের ফেদেরারের। ফলে, রাফায়েল নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষা আরও বাড়লো তাঁর।

Loading...