loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ডিয়াজের দুই গোলে কোপায় তৃতীয় হলো কলম্বিয়া


ডিয়াজের দুই গোলে কোপায় তৃতীয় হলো কলম্বিয়া

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার (৯ জুলাই) লুইস ডিয়াজের দুই গোলে পেরুকে ৩-২ ব্যবধানে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে কলম্বিয়া। ডিয়াজের করা দুই গোলের মধ্যে একটিতে অবদান রয়েছে গোলরক্ষক ক্যামিরো ভার্গাসের।

শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল পেরু। প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইওসিমার ইয়তুন। ক্রিস্টিয়ান কুয়েভার পাস থেকে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাসকে পরাজিত করেন তিনি (১-০)।

বিরতির পরপরই গোলটি শোধ করে দেয় কলম্বিয়া। ৪৯তম মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ দক্ষতায় গোল করেন অধিনায়ক হুয়ান কুয়াড্রাডো। পেরুর রক্ষণ-দেয়ালের মাঝখান দিয়ে বলটি গোলরক্ষক পেড্রো গালাসেকে ছাড়িয়ে যায় (১-১)।

৬৬ তম মিনিটে ডিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোলরক্ষক ভার্গাসের দূরপাল্লার শটের বল গিয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে; সেখানে থাকা ডিয়াজ বল নিয়ন্ত্রণে নিয়ে পেরুর গোলরক্ষক গ্যলাসেকে বোকা বানিয়ে স্কোর করেন (২-১)।

গোল পরিশোধ করে পেরুকে সমতায় নিয়ে আসেন ইতালিয়-পেরুভিয়ান স্ট্রাইকার জিয়ান্লুকা লাপাডুলা। ৮২ মিনিটে কর্নার থেকে দর্শনীয় হেডে বল জালে পাঠিয়ে দেন তিনি (২-২)।

ম্যাচের যোগ করা সময়ে ডিয়াজ ফের গোল করলে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় কলম্বিয়ার। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল স্পর্শ করেন তিনি।

Loading...