loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাতা’ফা’র দায়িত্বগ্রহণ


সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মাতা’ফা’র দায়িত্বগ্রহণ

সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফিমে নাওমি মাতা'ফা দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মঙ্গলবার (২৭ জুলাই) পার্লামেন্টে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপটির রাজনৈতিক সংকটের অবসান হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সামোয়াতে গত ৯ এপ্রিলের নির্বাচনে ২২ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তুইলাপা সাইলি মালিলেগাইকে পরাজিত করেছেন ফাস্ট পার্টির নেত্রী মাতা'ফা (৬৪)। কিন্তু এই পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন মালিলেগাই। এতে দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। দেশটিতে ১০৯ দিন কার্যকর কোনো সরকার ছিল না।

জয়ী হওয়ার পরে মাতা’ফা পার্লামেন্টে শপথ নিতে গেলে প্রবেশদ্বারে তালা মেরে দিয়েছিলেন মালিলেগাই-এর অনুগত কর্মকর্তারা। ফলে, বাধ্য হয়ে পার্লামেন্টের বাইরে অস্থায়ী একটি মঞ্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধ্য হন মাতা'ফা।

অবশ্য, শপথ নিলেও আইনগত দিক দিয়ে নানারকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। যাহোক, শেষ পর্যন্ত সব আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি জয়ী হন।

দেশটির সর্বোচ্চ বিচারিক সংস্থা আপিল আদালত মালিলেগাই-এর কর্মকাণ্ডকে বেআইনি বলে রায় দিলে সোমবার পরাজয় স্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত মাতা'ফাকে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পার্লামেন্টে প্রবেশের অনুমতি দেন।

Loading...