loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অলিম্পিকে গ্রুপ জয়ী হলো ব্রাজিল, জার্মানির বিদায়


অলিম্পিকে গ্রুপ জয়ী হলো ব্রাজিল, জার্মানির বিদায়

টোকিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে আরেক ফেভারিট জার্মানির। সাইতামা স্টেডিয়ামে বুধবার (২৮ জুলাই) 'ডি' গ্রুপের ম্যাচে রিশার্লিসনের দুই গোলে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উত্তরণ নিশ্চিত করে সেলেসাওরা। একই গ্রুপের ম্যাচে মিয়াজি স্টেডিয়ামে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আইভোরি কোস্ট।

আবারও বিশেষ কিছু দেখালেন রিশার্লিসন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পরে এবার করলেন দুই গোল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সৌদি আরবের বিপক্ষে দারুণ জয়ে পেয়েছেন নেইমাররা। অন্যদিকে, এবারের অলিম্পিক থেকে ছিটকে গেছে জার্মানি। তাঁদের রুখে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আইভোরি কোস্ট।

তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট সাত। সমান ম্যাচে একটি জয় ও দুটি ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে কোয়ার্টার-ফাইনালের ব্রাজিলের সঙ্গী হয়েছে আইভোরি কোস্ট। এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে জার্মানি। আসরের তিন ম্যাচে পরাজিত হয়ে সৌদি আরব কোনো পয়েন্ট পায়নি। 

বুধবার (২৮ জুলাই) সাইতামা স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে দুটি গোল করেন রিশার্লিসন। অপর গোলটি এসেছে ম্যাথিয়াস কুনহার কাছ থেকে। সৌদির পক্ষে একমাত্র গোলটি করেছেন আব্দুলেলাহ আল-আমরি।

এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকা ব্রাজিল ম্যাচের চতুর্দশ মিনিটে এগিয়ে যায়। ক্লাউদিনিয়োর নেওয়া কর্নার কিক থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন কুনহা। অবশ্য ২৭তম মিনিটে সমতায় ফেরে সৌদি; সালমান আল-ফারাজের নেওয়া ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়ান আল-আমরি।

৭৬তম মিনিটে রিশার্লিসনের গোলে ফের এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গিমারেসের ফ্রিকিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন এই এভারটন তারকা। এরপর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন রিচা। রিনিয়ারের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। 

'ডি' গ্রুপের অপর ম্যাচে রিফুর মিয়াগি স্টেডিয়ামে আইভোরি কোস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে জার্মানি। আইভরি কোস্টের গোলটি এসেছে আত্মঘাতী থেকে। জার্মানির হয়ে গোলটি করেন এডওয়ার্ড লোয়েন।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি সমান তালে খেলতে থাকা দুই দল। যাহােক, ৬৭তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পরে জার্মানি। বল ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান বেঞ্জামিন হেনরিক্স। ছয় মিনিট পরে সমতায় ফেরে জার্মানরা। ম্যাক্স ক্রুসের ক্রস থেকে লক্ষ্যভেদ করেন লোয়েন।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানরা, কিন্তু জমাট রক্ষণভাগে তাঁদের আটকে রাখে আইভোরি কোস্ট। ফলে, নকআউট পর্বের টিকেট পেয়ে যায় দলটি।

মূলত জার্মানি ব্রাজিলের সঙ্গে ২-৪ গোলের হারাই কাল হয়ে দাঁড়ায় জার্মানদের জন্য, যেখানে ব্রাজিলকে রুখে দেয় আইভোরি কোস্ট।

Loading...