loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

উহানের সকল বাসিন্দার করোনা পরীক্ষা হবে


উহানের সকল বাসিন্দার করোনা পরীক্ষা হবে

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম কোভিড-১৯ এর রোগী শনাক্ত হলেও গত বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত সেখানে কোনো স্থানীয় সংক্রমণ ঘটেনি। তবে, সোমবার (২ অগাস্ট) উহানের তিন বাসিন্দার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এরপরই ১ কোটি ১০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

উহান শহরের সকল বাসিন্দার করোনা পরীক্ষা করানো হবে। শহর কর্তৃপক্ষ মঙ্গলবার (৩ অগাস্ট) এক ঘোষণায় এ-তথ্য জানিয়েছে। উহানেই প্রথম ২০১৯ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। কর্তৃপক্ষ সে-সময় সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে। কিন্তু চীনে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় উহান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিলো।

উহানের জ্যেষ্ঠ কর্মকর্তা লি তাও এক সংবাদ সম্মেলনে বলেছেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সকলের দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে।   

এই ঘোষণার একদিন আগে এখানে সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Loading...