loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

হাঁটুতে অস্ত্রোপচার: ইউএস ওপেনেও নেই ফেদেরার


হাঁটুতে অস্ত্রোপচার: ইউএস ওপেনেও নেই ফেদেরার

আবারো হাঁটুতে অস্ত্রোপচার করাতে হচ্ছে সুইস টেনিস তারকা রজার ফেদেরারকে; ফলে, বেশ কিছু সময় ধরে তাঁকে বিশ্রামে থাকতে হবে। ৪০ বছর বয়সে এসে এই ধরনের ইনজুরি ফেদেরারের ভবিষ্যত শঙ্কায় ফেলে দিয়েছে।

অস্ত্রোপচারের সিদ্ধান্তে এবার ফেদেরারের ইউএস ওপেনেও খেলা হবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হওয়া বছরের শেষ এই গ্র্যান্ড স্ল্যামে পাঁচবারের বিজয়ী ফেদেরারের না-থাকাটা দুঃখজনক বলে জানিয়েছেন আয়োজকরা।

২০২১ সালে এ-পর্যন্ত মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন ফেদেরার। গত বছর দুই দফায় তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হলে তিনি কোর্ট থেকে দীর্ঘসময় বাইরে ছিলেন। 

রোববার (১৫ অগাস্ট) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ২০বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার বলেছেন, ‘বেশ কয়েক সপ্তাহ আমাকে ক্র্যাচে ভর করে হাঁটতে হয়েছে। এ-কারণে আমি দীর্ঘসময় ধরে খেলার বাইরে আছি। এখনো আশা করছি, পুরোপুরি সুস্থ হয়ে দ্রুতই কোর্টে ফিরতে পারবো। আমি সবসময়ই বাস্তববাদী, কাউকে ভুল বোঝানো বা বলা আমি পছন্দ করি না। এই বয়সে এসে এ-ধরনের অস্ত্রোপচার কতটা অস্বস্তির – তা আমি জানি। আমি সুস্থ থাকার চেষ্টা করছি।’

ফেদেরার এর আগে হাঁটুর বিশ্রামের প্রয়োজনে টোকিও অলিম্পিকে খেলেননি। চতুর্থ রাউন্ডে পৌঁছানোর পরে এ-বছরের ফ্রেঞ্চ ওপেন থেকেও নাম প্রত্যাহার করেছিলেন তিনি। উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হারকাজের কাছে ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-০ গেমে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। অল ইংল্যান্ড ক্লাবে খেলা ১১৯টি ম্যাচে এটি তাঁর চতুর্দশ পরাজয়। ২০০২ সালে মারিও আন্সিচের কাছে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পরে এই প্রথম তিনি উইম্বলডনে কোনো ম্যাচে সরাসরি সেটে পরাজিত হয়ে বিদায় নিলেন। এছাড়াও কোনো সেটে ৬-০ গেমে পরাজয় উইম্বলডনে তাঁর প্রথম এবং গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় ঘটনা।

ফেদেরার ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে এ-পর্যন্ত সর্বশেষ স্ল্যাম জয় করেছিলেন।

Loading...