loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ঢাকা ছাড়াও বিভাগীয় শহরে ঢাবি’র ভর্তি পরীক্ষা হবে


ঢাকা ছাড়াও বিভাগীয় শহরে ঢাবি’র ভর্তি পরীক্ষা হবে

আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানী ছাড়াও বিভাগীয় শহরগুলোতে নেওয়া হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এ-তথ্য জানান। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রথমবারের মতো সাত বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা হবে। শিক্ষার্থীরা যেন কম সময়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে, অর্থ সাশ্রয় হয় ও ভোগান্তি লাঘব হয় – সে-বিষয়গুলো মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে সহযোগিতা প্রত্যাশা করা হয়েছিল। তাঁরা সহযোগিতা করবেন।

তিনি বলেন, সাধারণত ভর্তি পরীক্ষা সকাল ১০টায় আয়োজন হতো, এবার বিশেষ কারণে পরীক্ষার সময় সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী পরীক্ষা হবে। ক ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ ইউনিট ২ অক্টোবর, গ ইউনিট ২২ অক্টোবর এবং ঘ ইউনিট ২৩ অক্টোবর। চ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর হবে। ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষা হবে ৬০ নম্বরে ও লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে। শুধুমাত্র চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

Loading...