loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

রেকর্ড ১৮১তম আন্তর্জাতিক ম্যাচে সিআর সেভেন-এর গোল


রেকর্ড ১৮১তম আন্তর্জাতিক ম্যাচে সিআর সেভেন-এর গোল

গোল করেই রেকর্ড ১৮১তম আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণকে স্মরণীয় করে রাখলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শনিবার (৯ অক্টোবর) প্রীতি ম্যাচে ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতারকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল। এতদিন ইউরোপিয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ  ১৮০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলার রেকর্ডটি ছিল স্পেনের সার্জিও রামোসের। শনিবারের ম্যাচের মধ্যদিয়ে রামোসকে টপকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনাল্ডো।

ম্যাচের ৩৭মিনিটে পর্তুগালের হয়ে গোলের খাতা খোলেন সিআর সেভেন। বিরতির পরে তিন মিনিটের  মধ্যেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হোসে ফন্টে। ম্যাচের শেষ মিনিটে স্বাগতিক দেশের হয়ে তৃতীয় ও শেষ গোল করেন আরবি লাইপজিগের স্ট্রাইকার আন্দ্রে সিলভা।

সোমবার লুক্সেমবার্গকে আতিথেয়তা দিয়ে বিশ্বকাপ বাছাইয় পর্ব ফের শুরু করবে পর্তুগাল। বর্তমানে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি। তাঁদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে সার্বিয়া।

Loading...