loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সারাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত


সারাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুধবার (২০ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্বের মুসলিম সম্প্রদায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকে। এবার বাংলাদেশের মুসলিম সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার উপর গুরুত্ব দিয়ে এ-দিবসটি পালন করেছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

হিজরি সনের ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কা নগরীতে এই দিনে জন্মগ্রহণ করেন। ৬৩৩ খ্রিস্টাব্দের একই দিনে তিনি তাঁর রবের কাছে ফিরে যান। দিবসটি বিশেষভাবে স্মরণ করে থাকে মুসলিম সম্প্রদায়।

আরবি মাসের হিসেব শুরু হয় সন্ধ্যা-রাত থেকে। এজন্য, ১২ রবিউল আউয়াল শুরু হওয়ার পরে, অর্থাৎ, মঙ্গলবার সন্ধ্যা-রাত থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা রাজধানীর বিভিন্ন মসজিদ এবং বসতবাড়িতে ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কোরআন খতম ও জিকির-আজগার শেষে বিশেষ মোনাজাতে নিজ-নিজ পরিবারের সদস্য ও মুসলিম উম্মাহর জন্য সর্বশক্তিমান রাব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করেন।

এ-উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে বাদজোহর দিনটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতের আগে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। রাজধানীর বিভিন্ন স্থানে জসনে-জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে খন্ড-খন্ড মিছিল বের হতে দেখা যায়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। পৃথক বাণীতে তাঁরা উভয়েই দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ’র প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। এছাড়াও, তাঁরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বুধবার ছিল সরকারি ছুটির দিন। ইসলামিক ফাউন্ডেশন ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্বাস্থ্যবিধি  মেনে কর্মসূচি অনুযায়ী সকল আয়োজন করা হচ্ছে এবং হবে।

দিবসটি উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর গুরুত্ব প্রদান করে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগেও বুধবার এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, এই দিবস স্মরণে দেশের সব বিভাগ, জেলা, উপজেলাসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি পালন করেছে।

Loading...