loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ: উইকেট শিকারে শীর্ষে সাকিব


টি-টোয়েন্টি বিশ্বকাপ: উইকেট শিকারে শীর্ষে সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি অনেকদিন ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। তিনি ৩৪টি বিশ্বকাপ ম্যাচ খেলে ৩৯ উইকেট শিকার করেন। আর মাত্র ২৯ ম্যাচেই আফ্রিদির রেকর্ডকে পেছনে ফেললেন সাকিব আল হাসান। টি-২০ বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪১।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারে রেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েল্ভ-এ গ্রুপ-১ এ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সর্বোচ্চ উইকেট-শিকারী হয়ে ওঠেন সাকিব। এই ম্যাচ খেলতে নামার আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৩৯; তাঁর সাথে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

রোববারের ম্যাচে শ্রীলংকা ইনিংসের নবম ওভারের প্রথম বলে প্রতিপক্ষের পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরে সাকিব ৩০ উইকেট শিকার করেছিলেন। আর এবারের বিশ্বকাপের বাছাইপর্বে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যান এই স্পিনার। বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দুইটি, ওমানের বিপক্ষে তিনটি ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে চার উইকেট নিয়েছিলেন সাকিব। এতে বিশ্বকাপে নিজের ২৯তম ম্যাচে রেকর্ডের মালিক হলেন তিনি।

অন্যদিকে, ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফ্রিদি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট রয়েছে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার।

Loading...