loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ভারতীয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর পরলোকগমন


ভারতীয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর পরলোকগমন

ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের একটি হাসপাতালে  মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই শিল্পী।

হাসপাতালটির পরিচালক ডা. দীপক নামজোশি জানান, লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসা শেষে সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয় এবং তাঁর পরিবার একজন ডাক্তারকে তাঁদের বাড়িতে ডাকেন। পরে, তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ’র (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে তাঁর মৃত্যু হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি কিংবদন্তি ভারতীয় শিল্পী লতা মঙ্গেশকর এবং মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরে সেই রাতেই প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী।

বলিউড-এর জন্য তাঁর শেষ গান টাইগার শ্রফ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি থ্রি'-এর ‘ভঙ্কাস’।

১৯৭৩ সালে ‘নানহা শিকারি’ চলচ্চিত্রের মাধ্যমে এই সঙ্গীত কিংবদন্তি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করা বাপ্পী লাহিড়ী হিন্দি চলচ্চিত্রে ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করেছিলেন। বলিউড ছাড়াও তিনি অসংখ্য বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন ও সুর করেছেন। তাঁর বিখ্যাত বাংলা চলচ্চিত্রগুলো হলো – ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালোবাসা’, ‘অমর প্রেম’, ‘রক্তে লেখা’, ‘প্রিয়া’ ইত্যাদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading...