loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী আর নেই


গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী আর নেই

খ্যাতিমান গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে এ-তথ্য নিশ্চিত করেছেন তাঁর সন্তান প্রতীক চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

প্রতীক জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

কাওসার আহমেদ চৌধুরী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করতেন। বিভিন্ন অপারেশনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য গান হলো – ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ফিডব্যাক ব্যান্ডের ‘মৌসুমি ১’ ও ২ এবং এলআরবি’র ‘রূপালী গিটার’।

মাত্র ১১ বছর বয়সে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেন কাওসার আহমেদ চৌধুরী। সুপরিচিত একজন জ্যোতিষী হিসেবে খ্যাতিমান ছিলেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরী ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন।

Loading...