loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জকোভিচকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মেদভেদেভ


জকোভিচকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন মেদভেদেভ

অবশেষে ৩৬১ সপ্তাহের রাজত্বের অবসান হলো নোভাক জকোভিচের। সার্বিয়ান এই তারকার শ্রেষ্ঠত্ব পেছনে ফেলে বিশ্বের নতুন নাম্বার ওয়ান টেনিস তারকা এখন রাশিয়ার দানিল মেদভেদেভ। ২০০৪ সালের পর ‘বিগ ফোর’ খ্যাত জকোভিচ, রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও এন্ডি মারের মতো নতুন কোনো খেলোয়াড় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করলেন।

ইউএস চ্যাম্পিয়ন মেদভেদেভ ইয়েভগেনি কাফেলনিকভ ও মারাত সাফিনের পরে তৃতীয় রাশিয়ান হিসেবে শীর্ষস্থানে উন্নীত হলেন। সব মিলিয়ে ২৭তম খেলোয়াড় হিসেবে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পেলেন। 

২৬ বছর বয়সী মেদভেদেভ গত সপ্তাহে আকাপুলকো সেমিফাইনালে নাদালের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। তবে, দুবাই ওপেনের কোয়ার্টার-ফাইনালে জকোভিচের পরাজয়ের পরেই মেদভেদেভের শীর্ষস্থান নিশ্চিত হয়; বাকি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার।

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় নিজেকে ধরে রাখার রেকর্ড গড়েছেন জকোভিচ। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় দুবাই ওপেনের মাধ্যমে এ-বছর প্রথম তিনি কোর্টে নেমেছিলেন।

র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান ধরে রেখেছেন জার্মানির আলেক্সান্দার স্পেরেভ। 

আকাপুলকো ওপেনের মাধ্যমে মৌসুমের তৃতীয় শিরোপা দখলের পর নাদাল একধাপ উপরে উঠে চতুর্থ স্থান দখল করেছেন। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯১তম শিরোপা। গত অগাস্টে ওয়াশিংটনে লয়েড হ্যারিসের কাছে পরাজিত হওয়ার পরে এই স্প্যানিশ তারকা এখনো অপরাজিত আছেন। অগাস্টের ঐ ম্যাচের পরে পায়ের ইনজুরির কারণে ২০২১ সালে নাদালের আর খেলা হয়নি।

এটিপি শীর্ষ ১০ র‌্যাঙ্কিং

১. দানিল মেদভেদেল (রাশিয়া)           ৮৬৫১ রেটিং পয়েন্ট

২. নোভাক জকোভিচ (সার্বিয়া)           ৮৬৪৫

৩. আলেক্সান্দার স্পেরেভ (জার্মানি) ৭৫১৫

৪. রাফায়েল নাদাল (স্পেন)                 ৬৫১৫

৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রিস)    ৬৪৪৫

৬. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৫০০০

৭. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)              ৪৯২৮

৮. কাসপার রুড (নরওয়ে)                 ৩৯১৫

৯. ফেলিক্স অগার-অ্যালিসিমে (কানাডা)   ৩৮৮৩

১০. হাবার্ট হারকাজ (পোল্যান্ড)             ৩৪৯৬

Loading...