loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

জায়েদ খানের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন


জায়েদ খানের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তাঁর ভাষ্য, জায়েদ খান কোর্টের পুরাতন কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসিতে সংবাদ সম্মেলন করে এ-কথা বলেন সমিতির নবনির্বাচিত এই সভাপতি।

ইলিয়াস কাঞ্চন বলেন, গত ৯ ফেব্রুয়ারি কোর্টের কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান। নতুন কোনো কাগজ দেখাতে পারেনি। তড়িঘড়ি করে শুক্রবার শপথ পড়ানো হয়েছে তাঁকে। তিনি শিল্পী সমিতির সঙ্গে, সভাপতির সঙ্গে এবং একইসঙ্গে মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। জায়েদ খানের শপথ গ্রহণ তাই সভাপতির ক্ষমতাবলে অবৈধ ঘোষণা করলেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকলে তাঁর দায়িত্ব পালন করেন সহ-সাধারণ সম্পাদক। যেহেতু শিল্পী সমিতিতে আপাতত সাধারণ সম্পাদক কেউ নন, তাই আপাতত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন নায়ক সাইমন।

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানান, পরবর্তী সময়ে মিটিং ডেকে সাইমনের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়টি পাশ করা হবে। যতোদিন পর্যন্ত জায়েদ-নিপুণের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে, ততদিন গঠনতন্ত্র অনুযায়ী সবার সঙ্গে কথা বলে সাইমন সাদিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Loading...