loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

নারী বিশ্বকাপে দ. আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ জয়


নারী বিশ্বকাপে দ. আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ জয়

নারী ওয়ানডে বিশ্বকাপের সোমবারের (২১ মার্চ) ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত সেই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংয়ের দুর্দান্ত শতকে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে পরাজিত করেছে অজিরা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭২ রানের লক্ষ্যে পৌঁছতে অস্ট্রেলিয়ার লেগেছে ৪৫.২ ওভার। এবারের আসরে এটি অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ জয়।

এদিন রান তাড়া করতে নেমে ৪৫ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি পাঁচ ও র‌্যাচেল হায়নেস ১৭ রানে সাজঘরে ফেরেন। এরপর বেথ মুনিকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন অধিনায়ক ল্যানিং। ২১ রান করে মুনি ফিরে গেলে তাহিলা ম্যাকগ্রাকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন অজি-দলপতি। ম্যাকগ্রা ফিরেন ব্যক্তিগত ৩২ রানে।

দলীয় ২৪১ রানে আউট হন ২২ রান করা অ্যাসলে গার্ডনার। তবে, ল্যানিং অবিচল থেকে সেঞ্চুরি করেন। সাদারল্যান্ডকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ১৩০ বলে ১৩৫ রান করে অপরাজিত ছিলেন ল্যানিং। সাদারল্যান্ড অপরাজিত ছিলেন ২২ রানে। 

দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট শিকার করেন শবনিম ইসমাইল ও ক্লোয়ে ত্রিয়োন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে লোরা ভলভার্টের ৯০ ও অধিনায়ক সোনে লুসের ৫২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মেগান স্কুট, জেস জোনাসেন, অ্যাসলে গার্ডনার, সাদারল্যান্ড ও অ্যালানা কিং একটি করে উইকেট পেয়েছেন। 

১৩৫ রানের ইনিংসের জন্য ম্যাচ-সেরা হয়েছেন ল্যানিং।

Loading...