loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ


ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চাইলেন উইল স্মিথ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রককে চড় মারার জন্য সোমবার (২৮ মার্চ) ক্ষমা চেয়েছেন অভিনেতা উইল স্মিথ। জাঁকজমকপূর্ণ এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতা স্মিথ ইন্সটাগ্রামে লিখেছেন, “ক্রিস, আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম এবং ভুল করেছি। আমি বিব্রত এবং আমার এই কর্মকাণ্ড আমি যা হতে চাই – তা নির্দেশ করে না।”

তিনি আরও বলেন, “যেকোনো ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গতরাতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এ আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অমার্জনীয়। স্মিথ বলেন, কৌতুক আমাদের কাজেরই অংশ। কিন্তু জেডার অসুস্থতা নিয়ে কৌতুক আমার কাছে অসহ্য ঠেকে এবং আবেগপ্রবণ হয়ে এর প্রতিক্রিয়া জানাই।”

এদিকে স্মিথের ক্ষমা চাওয়ার আগে অস্কার প্রদান সংস্থা অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরুর কথা জানিয়েছে।

অস্কার প্রদান অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রক স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের কামানো মাথা নিয়ে রসিকতা করেছিলেন। এতে, স্মিথ মঞ্চে গিয়ে রককে চড় মারেন।

উল্লেখ্য, জেডা তাঁর অসুস্থতার কারণে মাথা ন্যাড়া করেছেন।

Loading...