loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা


আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

সদ্যসমাপ্ত নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশে সালমা খাতুন। অফ স্পিনের ঘূর্ণিতে সাত ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। রান দেওয়ায় ছিলেন বেশ হিসেবি। ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৩.৭৯ রান। আসরে ২০ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার এই বাংলাদেশি তারকাই। অলরাউন্ডার হলেও বোলার হিসেবে জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। একাদশ সদস্য হিসেবে দলে আছেন তিনি।

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রোববার (৩ এপ্রিল) আসর শেষ হওয়ার পর সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি।

একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছেন।

এবার অভিষেক ওয়ানডে বিশ্বকাপ খেললো টাইগ্রেসরা। এই আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী (সাত ম্যাচে ১০ উইকেট শিকার) সালমা। তাই, আইসিসি’র সেরা একাদশে সুযোগ হলো তাঁর।

দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।

নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ

লরা উল্ভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইন্স, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন। দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন।

Loading...