loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টেস্ট খেলতে বাংলাদেশে শ্রীলংকা ক্রিকেট দল


টেস্ট খেলতে বাংলাদেশে শ্রীলংকা ক্রিকেট দল

শ্রীলংকার জাতীয় ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার (৮ মে) ঢাকা পৌঁছেছে। অর্থ-সংকটে পড়া দ্বীপদেশটিতে শুক্রবার ফের জরুরি অবস্থা জারি করেছেন রাষ্ট্রপতি গোটাবায়ে রাজাপক্ষে। এই নিয়ে পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জরুরি অবস্থা জারি হলো দেশটিতে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে আগামী ২৩ থেকে ২৭ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে লংকান খেলোয়াড়দের বহনকারী বিমান। হোটেলে একদিন বিশ্রাম নেয়ার পরে সোমবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে নামবে লংকান দল।

টেস্টে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি অনুশীলন ম্যাচে অংশ নেবে লংকান দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে ওই ম্যাচ। এরপর প্রথম টেস্টে অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে শ্রীলংকান ক্রিকেট দল। 

শ্রীলংকা দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো,আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

Loading...