loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ব্রাজিল-আর্জেন্টিনার পরিত্যক্ত ম্যাচটি খেলতেই হবে: ফিফা


ব্রাজিল-আর্জেন্টিনার পরিত্যক্ত ম্যাচটি খেলতেই হবে: ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের বাতিল হয়ে যাওয়া ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে। সোমবার (৩ মে) ফিফার অ্যাপিল কমিটি ম্যাচটি নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার আবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উভয় দেশই ম্যাচটি পুনরায় আয়োজন না করার জন্য ফিফার অ্যাপিল কমিটির কাছে আবেদন জানিয়েছিল। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

গত বছরের সেপ্টেম্বরে সাও পাওলোতে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে, ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মাঠে হানা দেন ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। আর্জেন্টিনার চারজন খেলোয়াড় দেশটির করোনা-সম্পর্কিত বিধি লঙ্ঘন করেছে জানিয়ে তাঁদের আটক করতে উদ্যত হন তাঁরা। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ম্যাচটি বাতিল হয়ে যায়।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দেশই ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই, দুই দলের কেউই আর ম্যাচটি খেলতে রাজি হচ্ছিলো না। গত মাসে ফিফা যখন প্রথমবার ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয় দুই দলকে, তখন আর্জেন্টিনা ফিফার নির্দেশের বিরুদ্ধে ক্রীড়া আদালতে নালিশ জানানোর কথাও বলেছিল।

ফিফা দুই দলের সেই ম্যাচকে ঘিরে করা আবেদনগুলো পর্যালোচনা করে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ বহাল রেখেছে। এছাড়া, সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই দলকেই জরিমানা করেছে ফিফা।

ম্যাচটি খেলতে শেষ পর্যন্ত দুই দেশ সম্মত হবে, না-কি বিষয়টি নিয়ে আরও জলঘোলা হবে – সেটা সময়ই বলে দেবে। তবে, ম্যাচটি হোক বা না হোক, বিশ্বকাপের আগে এই দুই দেশের মুখোমুখি হওয়া নিশ্চিত। আগামী মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

Loading...