loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

এপ্রিলে দেশে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ


এপ্রিলে দেশে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ

পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে বাংলাদেশে এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ৫১.১৮ শতাংশ। এ-সময়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র হালনাগাদ পরিসংখ্যান থেকে এ-তথ্য পাওয়া গেছে।

বিগত ২০২০-২১ অর্থবছরের এপ্রিল মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলারের। আর চলতি ২০২১-২২ অর্থবছরের এপ্রিলে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০.৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫.১৪ শতাংশ বেড়েছে। এ-সময়ে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০.৫২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার।

১০ মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ।

Loading...