loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অবশেষে শাকিরা-পিকে’র বিচ্ছেদের ঘোষণা


অবশেষে শাকিরা-পিকে’র বিচ্ছেদের ঘোষণা

কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা ও এফ. সি. বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে শনিবার (৪ জুন) তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে শনিবার এ-তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, এক যৌথ বিবৃতিতে সদ্য বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাঁদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।

অবশ্য যতটা সোজাসাপ্টা ভাবে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন, বিষয়টা সম্ভবত ততটা সহজ নয়। শোনা যাচ্ছে, পিকের পরকীয়া-ই বিচ্ছেদের পর্দা টেনে দিয়েছে এই যুগলের মাঝে।

পিকে আর শাকিরার প্রেমের গল্পের শুরুটা ২০১০ সালে। সেই বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন এই পপ তারকা। সারাবিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরা-জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেরও। প্রায় ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর; দুই সন্তানও রয়েছে এই দম্পতির। তবে, আকর্ষণ কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা শেষ পর্যন্ত টুটেই গেলো।

শাকিরা বর্তমানে তাঁর গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। 

পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হয়েও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। জাতীয় দলের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

Loading...