loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বন জোভির বেসবাদক অ্যালেক জন সাচ আর নেই


বন জোভির বেসবাদক অ্যালেক জন সাচ আর নেই

আমেরিকান হার্ডরক ব্যান্ড বন জোভির প্রতিষ্ঠাতা সদস্য এবং বেসবাদক অ্যালেক জন সাচের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বন জোভির একজন মুখপাত্র রোববার (৫ জুন) এই ঘোষণা দেন। অবশ্য, ঘোষণায় মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

অ্যলেক জন সাচ ১৯৮৩ সালে বন জোভির যাত্রার শুরু থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ছিলেন। বন জোভির সঙ্গে তাঁর স্মরণীয় ও সাড়া জাগানো গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্যাড মেডিসিন’, ‘লিভিন অন আ প্রেয়ার’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেইম’, ‘ওয়ান্টেড ডেড অর এলাইভ’ এবং ‘বর্ন টু বি মাই বেইবি’।

বন জোভি ব্যান্ডের গায়ক জন বন জোভি টুইটারে এক বিবৃতিতে বলেন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি ব্যান্ডদলটির অবিচ্ছেদ্য অংশ ছিলেন।

অ্যালেক জন সাচ ১৯৫১ সালের ১৪ নভেম্বর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি এক পর্যায়ে নিউ জার্সির সংগীতাঙ্গনের অন্যতম প্রিয় মুখ হয়ে ওঠেন।

Loading...