loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু ১৬ অগাস্ট


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু ১৬ অগাস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৬ অগাস্ট শুরু হবে। চার ইউনিট ও দু’টি উপ-ইউনিটে ৪,৯২৬ আসনের জন্য ভর্তি পরীক্ষার প্রথম দিনে হবে এ ইউনিটের পরীক্ষা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা ১৬ অগাস্ট শুরু হয়ে ২৪ অগাস্ট পর্যন্ত চলবে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে ১৬ অগাস্ট থেকে ২৪ অগাস্ট পর্যন্ত আট দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এ-সময়ে কোনো ক্লাস ও পরীক্ষা হবে না।

প্রথম দিন ১৬ অগাস্ট দুই শিফটে এ ইউনিট, ১৯ অগাস্ট সি ইউনিট, ২০ অগাস্ট বি ইউনিট, ২২ অগাস্ট ডি ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া, ২৪ অগাস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জ্ঞাতার্থে কিছু নিয়মকানুন জানিয়েছে। এতে বলা হয়, এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরের। ১০০ নম্বরের লিখিত পরীক্ষা (বহুনির্বাচনী) এবং বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি’র ফলাফলের জিপিএ থেকে যুক্ত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

পরীক্ষার্থীরা পরীক্ষার হলে এফএক্স-১০০ বা এর নিচে সাধারণ মানের (মেমোরি অপশন ছাড়া) ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন, মেমোরিযুক্ত ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস-সম্বলিত ঘড়ি ও কলম বা যেকোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা রাখা যাবে না। এছাড়া, বি-ইউনিট ও বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 

ভর্তি পরীক্ষার দিনে প্রত্যেক পরীক্ষার্থী, অভিভাবকসহ সকলকে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে। একের অধিক অভিভাবক আনা যাবে না।

আরও বলা হয়েছে, ভর্তিচ্ছুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং পরীক্ষার দিন দুই কপি অবশ্যই সঙ্গে রাখবেন। এছাড়া, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (প্রবেশপত্রে আঠা বা পিন দিয়ে লাগিয়ে) ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে।

ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে চবি ওয়েবসাইটে সিট প্ল্যান পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন শিডিউল জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ-সময় দিনে ১১ জোড়া শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে।

বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস: সকাল ছয়টা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা, আটটা ১৫ মিনিট, আটটা ৪৫ মিনিট, ১১টা ৪০ মিনিট, ১২টা, দুপুর সাড়ে ১২টা, বিকেল তিনটা, চারটা এবং সর্বশেষ ট্রেন রাত সাড়ে আটটায় ক্যাম্পাসে যাবে।

ক্যাম্পাস থেকে বটতলী স্টেশন: সকাল সাতটা ০৫ মিনিট, সাতটা ৩৫ মিনিট, আটটা ৪০ মিনিট, নয়টা ২০ মিনিট, ১০টা, দুপুর একটা, ১টা ৩০ মিনিট, বিকেল তিনটা, পাঁচটা, সাড়ে পাঁচটা এবং রাত নয়টা ১০ মিনিটে সর্বশেষ ট্রেন শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ঝাউতলা স্টেশন, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট ও ফতেয়াবাদ স্টেশনে ট্রেন থামবে।

Loading...