loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে ভারত


হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে ভারত

২০২২ এশিয়া কাপে হংকংকে ৪০ রানে পরাজিত করেছে ভারত। ফলে, আফগানিস্তানের পরে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে খেলা নিশ্চিত করেলো দলটি। টানা দ্বিতীয় জয় পেয়ে ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। ভারত এবারের এশিয়া কাপ শুরু করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (৩১ অগাস্ট) ভারত জয় পেয়েছে ৪০ রানে। এই জয়ের ফলে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো রোহিত শর্মার দল। এদিন ভারতের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫২ রান করতে পেরেছে হংকং।

বাবর হায়াত ৪১ (৩৫) ও কিঞ্চিত শাহ ৩০ (২৮) রানের ইনিংস খেলেছেন। শেষ দিকে, জিসান আলী ১৭ বলে ২৬ ও স্কট ম্যাকেচনি আট বলে ১৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। 

ভারতের ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবিন্দ্রে জাদেজা ও আভেশ খান একটি করে উইকেট শিকার করেন। আভেশ খান চার ওভারে খরচ করেছেন ৫৩ ও আর্শদ্বীপ দিয়েছেন ৪৪ রান।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করে ভারত। সূর্যকুমার যাদব ও ভিরাট কোহলির দুই ফিফটিতে দুই উইকেটে ১৯২ রান সংগ্রহ করে দলটি। ৪৪ বলে তিন ছক্কা ও এক চারে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে, এদিন বেশি বিধ্বংসী ছিলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৬ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনিও। যাদবের এই ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও ছয়টি চার।

১৩ ওভার শেষে ৯৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি ভারত। ৪২ বলে অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েন কোহলি ও সূর্যকুমার। শেষ পাঁচ ওভারে ৭৮ রান করেছেন এই দুজন। এছাড়া, অধিনায়ক রোহিতের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২১ রান, লোকেশ রাহুলের অবদান ৩৯ বলে ৩৬ রান। 

হংকংয়ের আয়ুশ শুক্লা ও মোহাম্মদ গাজানফার একটি করে উইকেট পেয়েছেন।

Loading...