loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সুপার ফােরে শ্রীলংকার কাছে হার মানলো ভারত


সুপার ফােরে শ্রীলংকার কাছে হার মানলো ভারত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ছয় উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এই জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো লংকানরা। সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছিল শ্রীলংকা। ফলে দুই খেলায় চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি। অন্যদিকে, প্রথম ম্যাচে পাকিস্তানের পরে শ্রীলংকার কাছে হেরে ফাইনাল উঠার সুযোগ একরকম শেষ হয়ে গেলো ভারতের। তারপরও অনেক ‘যদি’ উপর নির্ভর করবে ভারতের ফাইনাল খেলা।

এশিয়া কাপের সুপার ফোর পর্বে মহাশক্তিধর ভারতকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দারুণভাবে হারিয়েছে তরুণ-অনভিজ্ঞদের নিয়ে গঠিত দলটি। রুদ্ধশ্বাস ম্যাচটিতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ছয় উইকেটে। সুপার ফোরে দুই জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত করলো শ্রীলংকা। অন্যদিকে, টানা দুই পরাজয়ে ভারতের ফাইনালে ওঠার আশা বলতে গেলে শেষ হয়ে গেল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের করা ১৭৩ রান তাড়ায় নেমে দুর্দান্ত সূচনা করে শ্রীলংকা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। তাদের দারুণ ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আসে ৫৭ রান। ৩৩ বলে ফিফটি তুলে নেন নিশাঙ্কা। অবশ্য, তিনি ৩৭ বলে চার চার দুই ছক্কায় ৫২ রানে যুজবেন্দ্র চাহালের শিকার হয়েছেন। এর সঙ্গেই দ্বাদশ ওভারের প্রথম বলে ৯৭ রানে ভাঙে ওপেনিং জুটি। দুই স্পিনার চাহাল আর অশ্বিনের ঘূর্ণিতেই ম্যাচের চিত্র হঠাৎ করেই বদলে যায়। ১৩ রানের মাঝে আরও তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। চাহালের শিকার হয়ে চরিথ আসালাঙ্কা ফেরেন শূন্য রানে। মাত্র এক রানে দানুশকা গুনাথিলাকাকে ফেরত পাঠান অশ্বিন।

৩৩ বলে তিন চার তিন ছক্কায় ফিফটি তুলে নেওয়া কুশলকে ৫৭ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন চাহাল। এ-অবস্থায় জুটি গড়েন ভানুকা রাজাপক্ষে ও অধিনায়ক দাসুন শানাকা। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। শেষ ওভারে দরকার ছিল সাত রান; বোলার সেই অর্শদীপ সিং। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে যাকে 'ভিলেন' বানানো হয়েছিল। ম্যাচে ছড়ায় টানটান উত্তেজনা। শেষ দুই বলে দরকার ছিল ২ রান। কিপারের হাতে বল রেখে এবং ওভার থ্রুয়ের সৌজন্যে এক বল হাতে রেখেই জিতে যায় শ্রীলঙ্কা। প্রতিপক্ষের ভুলের সুযোগে এই দুই রান নেওয়ার দৃশ্য ছিল দেখার মতো। রাজাপক্ষে ১৭ বলে দুই ছক্কায় ২৫* আর শানাকা ১৮ বলে চারটি চার একটি ছক্কায় ৩৩* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩৪ বলে ৬৪* রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রোহিত শর্মার ৪১ বলে ৭২ রানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৩ রান করতে পেরেছিল ভারত। তাঁদের শুরুটা মোটেই ভালো ছিল না। দ্বিতীয় ওভারে ফিরে যান লোকেশ রাহুল (৬)। পরের ওভারেই আউট হন ভিরাট কোহলি (০)। এমন বিপজ্জনক পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন রোহিত। তরুণ সূর্যকুমারকে সাথে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৫৮ বলে ৯৭ রানের জুটি। ক্যারিয়ারের ২৮ নম্বর ফিফটি তুলে নেওয়া রোহিতকে থামতে হয়েছে ৪১ বলে পাঁচটি চার এবং চারটি ছক্কায় ৭২ রানে।

অন্যদিকে, আশা জাগিয়েও বেশিদূর যেতে পারেননি সূর্যকুমার যাদব। ২৯ বলে এক চার এক ছক্কায় ৩৪ রান করে শিকার হন দাসুন শানাকার। আর কেউই রুখে দাঁড়াতে পারেননি। হার্দিক পান্ডিয়া (১৭), দিপক হুদা (৩), রিশভ পান্থ (১৭), ভুবনেশ্বর কুমার (০) রানে আউট হন। শেষে রবিচন্দ্রন অশ্বিন সাত বলে অপরাজিত ১৫* রানের ক্যামিও না খেললে ভারতের স্কোর এতটা হতো না।

শ্রীলংকার মাদুশাঙ্কা ২৪ রানে তিন উইকেট শিকার করেছেন। দুইটি করে উইকেট পেয়েছেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। এক উইকেট নিয়েছেন মহিশ থিকশানা।

Loading...