loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

আর্লিং হালান্ড অগাস্ট মাসে প্রিমিয়ার লিগ-সেরা


আর্লিং হালান্ড অগাস্ট মাসে প্রিমিয়ার লিগ-সেরা

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হালান্ড শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অগাস্ট মাসে প্রিমিয়ার লিগে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ২২ বছর বয়সী এই নরওয়েজিয়ান তরুণ জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড থেকে এই গ্রীষ্মে ম্যানসিটিতে যোগ দেন। ইংল্যান্ডে দুর্দান্ত ক্যারিয়ার শুরু করার পুরস্কার হিসেবেই তিনি মাস-সেরা মনোনীত হলেন।

হালান্ড ম্যানসিটি’র হয়ে গত ছয় ম্যাচের প্রতিটিতে গোল করেছেন। তিনি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সিটির গত ম্যাচে সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষেও দুর্দান্ত এক গোল করেন। এই ম্যাচে পিছিয়ে থেকেও হালান্ডের গোলে শেষ পর্যন্ত সিটিজেনরা ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

হালান্ড সব ধরনের প্রতিযোগিতায় এ-নিয়ে সিটির হয়ে ১৩টি গোল করলেন; এর মধ্যে প্রথম মাসেই করেছেন নয় গোল। হালান্ড লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে দুই গোল করেন। এরপর, ইতিহাদ স্টেডিয়ামে করেছেন পরপর দুই হ্যাটট্রিক। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও হালান্ডের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিকে সিটি ৪-২ গোলে ম্যাচ জেতে। আর এসব কিছুই অগাস্ট মাসে এই তরুণকে ইপিএল-সেরার মর্যাদা এনে দিয়েছে।

হালান্ডের সাথে এই তালিকায় আরও মনোনয়ন পেয়েছিলেন – পাস্কাল গ্রস, গাব্রিয়েল জেসুস, আলেক্সান্দার মিট্রোভিচ, মার্টিন ওডেগার্ড, নিক পোপ, রড্রিগো ও উইলফ্রি জাহা।

গত বছর ডিসেম্বরে রাহিম স্টার্লিংয়ের পরে হালান্ড প্রথম ম্যানসিটি খেলোয়াড় হিসেবে মাস-সেরার পুরস্কার জিতলেন।

Loading...