loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

পেনাল্টি ছাড়া গোলে রোনাল্ডোকে ছাড়ালেন মেসি


পেনাল্টি ছাড়া গোলে রোনাল্ডোকে ছাড়ালেন মেসি

ফ্রেঞ্চ লিগ ওয়ান-এর ম্যাচে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে মাঠে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও স্বাগতিক অলিম্পিক লিঁও। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একমাত্র গোলে জয় পেয়েছে পিএসজি। এই গোলের মধ্য দিয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন মেসি।

লিওনেল মেসি খেলার ষষ্ঠ মিনিটে অলিম্পিক লিঁওর জালে বল জড়ালেন। আভাস ছিল আরও অনেক গোলের; কিন্তু শেষ পর্যন্ত  ওই এক গোলই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। ফলে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রত্যাশিত জয়ে লিগ ওয়ান-এ শীর্ষেই রইলো।

প্রতিপক্ষের মাঠে রোববার (১৮ সেপ্টেম্বর) ১-০ গোলে জিতেছে পিএসজি। নেইমারের সঙ্গে মিলিত আক্রমণ থেকে গোলটি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এদিন পুরো খেলায় স্বাভাবিকভাবেই আধিপত্য ছিল পিএসজি’রই। ৬৬ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নিয়ে আটটিই লক্ষ্যে রেখেছিল দলটি। লিঁও ১২ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। দুই দলই হাতছাড়া করেছে বেশ কিছু সুযোগ।

পঞ্চম মিনিটে দারুণ আক্রমণ করে পিএসজি। নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়া করে এগিয়ে যান মেসি। নেইমারের বাড়ানো বল থেকে সহজেই জাল স্পর্শ করেন তিনি।

মেসি এই গোলটি করার মাধ্যমে ছাড়িয়ে গেছেন পতুগিজ স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। মেসি এখন নন-পেনাল্টি গোলে রোনাল্ডোর চেয়ে এগিয়ে। রোনালদোর পেনাল্টিবিহীন গোলসংখ্যা ৬৭১টি, আর মেসির ৬৭২টি। মেসি, সিআর সেভেন-এর চেয়ে ১৫০ ম্যাচ কম খেলেছেন।

এরপর রক্ষণভাগ বেশ দৃঢ় করে ফেলে লিঁও; গোলরক্ষকও হয়ে উঠেন দুর্বার। পিএসজির একাধিক আক্রমণ নস্যাৎ করে দেন তিনি। চতুর্দশ মিনিটে মেসিই পেতে পারতেন আরেকটি গোল। তাঁর শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান পিএসজি-কিপার।

প্রতিপক্ষের ক্রমাগত আক্রমণে দিশেহারা লিঁও মাঝে মাঝে গেছে প্রতি-আক্রমণে। ২১ মিনিটে তেমন এক আক্রমণ থেকে গোল পেয়েই যেতে পারতেন আলেকসঁদ লাকাজেত। তোলিসের দারুণ ক্রস পেয়েও হেডে বল লক্ষে রাখতে পারেননি তিনি। পরের মিনিটে তোকো একাম্বির শট ফেরান পিএসজি কিপার ডোনারুমা।

বিরতির পরও মেসির সামনে এসেছিল গোলের সুযোগ। মেন্দেসের ক্রস থেকে মেসির নেওয়া শট গোললাইন থেকে ফিরিয়ে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ৭২ মিনিটে এমবাপের থেকে বল পেয়ে গোলকিপারকে ফাঁকি দিতে পারেননি নেইমার।

খেলার বাকি সময় উল্লেখযোগ্য তেমন কোনো সুযোগ পায়নি কোনো দলই।

আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটির সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে, সমান-সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেলো লিঁও। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে অলিম্পিক মার্শেই।

Loading...