loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

টেস্ট ক্রিকেট থেকে রুবেলের অবসর ঘোষণা


টেস্ট ক্রিকেট থেকে রুবেলের অবসর ঘোষণা

বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সোমবার (১৯ সেপ্টেম্বর) এ-খবর জানিয়েছেন ৩২ বছর বয়সী এই বোলার।

তরুণদের সুযোগ দিতেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত উল্লেখ করে রুবেল বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

রুবেলের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে তিন উইকেট শিকার করেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিল বাংলাদেশ।

রুবেল ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন। তিনি ঐ টেস্টে এক ইনিংস বল করে ১১৩ রানে তিন উইকেট নেন। টেস্টটিতে ইনিংস ও ৪৪ রানে পরাজিত হয়েছিল টাইগাররা।

এই পেসার দেশের হয়ে ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন। ইনিংসে একবার পাঁচ বা ততোধিক উইকেট রয়েছে তাঁর। ইনিংসে সেরা বোলিং ফিগার – ১৬৬ রানে পাঁচ উইকেট।

রুবেল ২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার বল করে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার অর্জন করেন। তাঁর বোলিং গড় – ৭৬.৭৭ এবং ইকোনোমি ৩.৯২।

দেশের মাটিতে ১৫ টেস্টের ২৫ ইনিংসে ১৪টি ও বিদেশের মাটিতে ১২ টেস্টের ১৯ ইনিংসে ২২ উইকেট নেওয়া রুবেল ব্যাট হাতে ২৬৫ রান করেছেন। আর প্রথম শ্রেণির ক্রিকেটে বল হাতে ৬০ ম্যাচে ৯৭ উইকেট এবং ব্যাট হাতে ৫৫৫ রান করেছেন তিনি।

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে যা অর্জন, তাতে খুশি রুবেল। তিনি বলেন, ‘বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন।’

টেস্ট ক্রিকেটের এমন অর্জনের পেছনে যাদের সহায়তা ছিল, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন রুবেল, ‘লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো।’

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও, রুবেল অবশ্য ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া লিগেও খেলবেন তিনি, ‘টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

রুবেল জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট ও ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন।

Loading...