loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়ন দল, পথে পথে ভালোবাসায় সিক্ত


ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়ন দল, পথে পথে ভালোবাসায় সিক্ত

সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-কৃষ্ণা-মণিকা-রূপনা-শামসুন্নহাররা-সান্জিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছাও পূরণ হয়েছে।

নারী ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন হাজারাে ভক্ত। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগত জানিয়েছেন তাঁরা।

ছাদখোলা বাস থেকে বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেছেন, “এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ, আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ।”

এর আগে, দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের বহন করা বিমানটি। সেখানে তাঁদের সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এরপর, ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাবেন ফুটবলাররা। বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা দেওয়া হবে।

গত সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফ-এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাবিনা খাতুন। তিনি দুটি হ্যাটট্রিকসহ আট গোল করেন। প্রতিযোগিতায় সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন রূপনা চাকমা।

ঐতিহাসিক এই জয়ের পর থেকেই আনন্দের জোয়ারে ভাসছে দেশ।

Loading...