loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বেপজা’র রপ্তানি বেড়েছে ৩০.৪১ শতাংশ


বেপজা’র রপ্তানি বেড়েছে ৩০.৪১ শতাংশ

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গত ২০২১-২২ অর্থ বছরে রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আগের বছরের তুলনায় বেপজা’র শিল্প প্রতিষ্ঠানসমূহে রপ্তানি ৩০.৪১ শতাংশ বেড়েছে এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশের বেশি – যা সংস্থাটির ৪০ বছরের যাত্রায় সর্বোচ্চ। একইসাথে এসব শিল্প প্রতিষ্ঠানে ৬৪,১৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান তৈরি হয়েছে – যা একক বছর হিসেবে সর্বোচ্চ।

সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, বেপজা পরিচালিত দেশের আটটি ইপিজেড-এর চালু শিল্প প্রতিষ্ঠানসমূহের মোট রপ্তানি ৮৬৫৫.৯০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে – যা প্রথমবারের মতো আট বিলিয়ন ডলার ছাড়িয়ে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। কোনো একক অর্থ বছরে এর আগের সর্বোচ্চ রপ্তানি ছিল ২০১৮-১৯ সালে ৭৫২৪.১১ মিলিয়ন ডলার। আর ২০২০-২১ অর্থ বছরে ইপিজেড-এর শিল্প প্রতিষ্ঠানসমূহ থেকে রপ্তানি হয়েছিল ৬৬৩৭.০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী বছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৩০.৪১ শতাংশ।

ইপিজেড-এর মোট রপ্তানির মধ্যে পোশাক খাত থেকে আয় মাত্র ৫৪.৬৮ শতাংশ যেখানে দেশের মোট রপ্তানির ৮৫ শতাংশ আসে পোশাক খাত থেকে। ইপিজেড-এর অন্যান্য খাত যেমন গার্মেন্টস এক্সেসরিজ, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য, টেক্সটাইল, তাঁবু, ক্যাপ, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে – যা ইপিজেডগুলোকে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করেছে।

বেপজা ২০২১-২২ অর্থ বছরে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ৪০৯.৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করেছে। এটি বেপজার ইতিহাসে একক কোনো অর্থ বছরে সর্বোচ্চ বিনিয়োগ। এর পূর্বে, ২০১৪-১৫ অর্থ বছরে সর্বোচ্চ বিনিয়োগ এসেছিল ৪০৬.৩৫ মিলিয়ন ডলার। সদ্য সমাপ্ত ২০২১-২০২২ অর্থ বছরে বেপজায় বিনিয়োগ পূর্ববর্তী ২০২০-২১ অর্থ বছরের তুলনায় ২০.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের অর্থ বছরে বিনিয়োগ অর্জিত হয়েছিল ৩৪০.৭৫ মিলিয়ন ডলার।

সংস্থাটি বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্পোৎপাদন শুরু হলে ২০২২-২৩ অর্থ বছর থেকে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। ২০২২ সালের জুন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমোদন দিয়েছে। এর মোট প্রস্তাবিত বিনিয়োগ ২১৫.৬৬ মিলিয়ন ডলার – যা চলতি অর্থবছর থেকে প্রকৃত বিনিয়োগ হিসেবে যুক্ত হবে।

সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে বেপজা ৬৪,১৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি মাইলফলক তৈরি করেছে। যদিও, বেপজাধীন ইপিজেডসমূহে ২০২০-২১ অর্থবছরে ৪৭ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল। অর্থাৎ, পূর্ববর্তী অর্থবছরের তুলনায় নতুন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ৩৬.৫১ শতাংশ।

উল্লেখ্য, জুন ২০২২ পর্যন্ত, দক্ষিণ কোরিয়া, চীন (তাইওয়ান এবং হংকং), জাপান, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশসহ ৩৭টি দেশের বিনিয়োগকারীগণ ইপিজেড-এ সর্বমোট ৬০৪০.৪৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন।

বেপজা’র শুরু থেকে জুন ২০২২ পর্যন্ত বেপজাধীন আটটি ইপিজেড-এর ৪৫৬টি চালু প্রতিষ্ঠান থেকে সর্বমোট রপ্তানি হয়েছে ৯৬ বিলিয়ন মার্কিন ডলার – যেখানে মোট ৫ লাখ ২ হাজার ৩৬৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

Loading...