loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনের সময় বৃদ্ধি


গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনের সময় বৃদ্ধি

বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠানের সময় বাড়িয়েছে। ফলে, এই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের জন্য আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ অক্টোবর) এ-তথ্য জানানো হয়েছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে, বিশেষ ক্ষেত্রে ওই সময়ের মধ্যে ভোট করতে না পারলে নির্বাচন কমিশন আরও ৯০দিন সময় বাড়াতে পারে। করোনা-মহামারির সময় বেশ কয়েকটি উপনির্বাচনে এভাবে সময় বাড়ানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার চলতি অক্টোবর মাসের ২০ তারিখের পরবর্তী ৯০ দিনের মধ্যে, বা আগামী ২০ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে গাইবান্ধা-৫-এর শূন্য আসনের শূন্য পদে নির্বাচনের পরবর্তী নতুন মেয়াদ নির্ধারণ করেছেন এবং এ-বিষয়ে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Loading...