loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগারদের রোমাঞ্চকর জয়


শেষ বলের নাটকীয়তায় জিম্বাবুয়ের বিরুদ্ধে টাইগারদের রোমাঞ্চকর জয়

পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েল্ভ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। ব্রিসবেনে রোববার (৩০ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে সাত উইকেটে ১৫০ রান করে সাকিব-বাহিনী। জবাবে, পুরো ২০ ওভার খেলে জিম্বাবুয়ে করতে পেরেছে নয় উইকেটে ১৪৭ রান।

নাজমুল হোসেন শান্ত’র ৫৫ বলে অনবদ্য ৭১ রানের ইনিংসের পরে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে তিন রানে জিতলো বাংলাদেশ। ব্রিসবেনের গ্যাবায়ে রোববার (৩০ অক্টোবর) টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫০ রান করে টাইগাররা। জবাবে, তাসকিন ও মোস্তাফিজুর রহমানের বোলিং-তোপে আট উইকেটে ১৪৭ রান করতে পেরেছে জিম্বাবুয়ে।

এদিন ম্যাচের শেষ ওভারের শেষ বল পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। শেষ ওভারটি করতে মোসাদ্দেক হোসেনের হাতে বল তুলে দেন সাকিব। দ্বিতীয় বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ইভান্স (দুই রান)। তখন চার বলে দরকার ১৫ রান। স্ট্রাইকে নামলেন গারাভা; লেগ বাই থেকে এলো বাউন্ডারি। পরের বলে বিশাল ছক্কা মারেন গারাভা। তার পরের বলে গারাভাকে স্টাম্পিং করে দিলেন সোহান। শেষ বলে দরকার ছিল পাঁচ রান; সেই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ব্যাটার মুজারাবানি।

সেই বলটিতেই হলো সবচেয়ে বড় নাটকীয়তা। ব্লেসিং মুজারাবানিও উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় হয়ে যান স্টাম্পড। জয়ের উল্লাসে মেতে উঠে বাংলাদেশ; দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। পরে, রিপ্লেতে দেখা গেলো – স্টাম্পের সীমানা অতিক্রম করে বল ধরেছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। ফলে, সেটি ‘নো’ বল হিসেবে গণ্য হয়। আর তাতে দুই দলকে আবার নামতে হয়েছে মাঠে।

মাঠে নামার পরে জয়ের জিম্বাবুয়ের জন্য প্রয়োজন ছিল এক বলে চার রান; যাহোক, সেই বলেও রান নিতে পারেননি মুজারাবানি। উচ্ছ্বাস বয়ে যায় গ্যালারিতে থাকা বাংলাদেশের সমর্থকদের মধ্যে।

এর আগে একের পর এক উইকেটের গতন হলেও রানের চাকা সচল রেখেছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। যে-কারণে ৩৫ রানে চার উইকেট হারিয়েও শেষ পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রাখে ক্রেইগ আর্ভিনের দল। ষোড়শ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছুঁয়ে যায় আফ্রিকার দলটির। প্রথম ৫০ এসেছে চার উইকেট হারিয়ে ৫০ বলে। দ্বিতীয় ৫০ এসেছে এক উইকেট হারিয়ে ৪৩ বলে।

দলকে এই পর্যায়ে প্রায় একাই নিয়ে আসেন শন উইলিয়ামস। রেগিস চাকাভার সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন তিনি। তাসকিন সেই জুটি ভাঙলে রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন উইলিয়ামস।

জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ৪০ রান। তাসকিন ও মোস্তাফিজের চার ওভারের কোটা শেষ হয়ে যাওয়ায় তরুণ পেসার হাসান মাহমুদের হাতে বল তুলে দেন দলপতি সাকিব। সেই ওভারে ব্যক্তিগত অর্ধশত রানে পৌঁছে যান শন উইলিয়ামসন। ৩৭ বলে পাঁচ বাউন্ডারিতে ৫০ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার।

ওই ওভারে ১৪ রান দিয়েছেন হাসান। ফলে, ১২ বলে প্রয়োজন হয় ২৬ রান। এ-পর্যায়ে বল নিজের হাতেই তুলে নেন সাকিব। সেই ওভারে বাউন্ডারি হজম করলেও দুর্দান্ত এক রান আউটে শন উইলিয়ামসকে ফেরান সাকিব। ৪২ বলে ৬৪ রানে ফেরেন উইলিয়ামস।

টাইগার অধিনায়কের ওভার থেকে এসেছে নয় রান। ফলে, শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৬ রান। স্ট্রাইকে রায়ান ছিলেন রায়ান বার্ল; কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি।

চার ওভার বোলিং করে তাসকিন ১৯ রানে তিন উইকেট শিকার করেছেন; মোস্তাফিজ দুই উইকেট পেয়েছেন ১৫ রান খরচ করে। সাকিব ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। মোসাদ্দেকের দুই উইকেট এসেছে ৩৪ রানের বিনিময়ে।

এই জয়ের পরে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ।

টাইগাররা আগামী ২ নভেম্বর‌ অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে মাঠে নামবে।

Loading...