loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

শ্রীলংকাকে হারিয়ে টাইগারদের ওডিআই সিরিজ জয়


শ্রীলংকাকে হারিয়ে টাইগারদের ওডিআই সিরিজ জয়

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২৩৫, ৫০ ওভার (লিয়ানাজ ১০১*, আসালাঙ্কা ৩৭; তাসকিন ৩-৪২, মোস্তাফিজ ২-৩৯, মিরাজ ২-৩৮)
বাংলাদেশ: ২৩৭-৬, ৪০.২ ওভার (তানজিদ ৮৪, রিশাদ ৪৮*, মুশফিক ৩৭*; কুমারা ৪-৪৮, হাসারাঙ্গা ২-৬৪)
ম্যাচ-সেরা: রিশাদ হোসেন (বাংলাদেশ)
সিরিজ-সেরা: নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ)
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো। টাইগাররা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার (১৮ মার্চ) তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সফরকারীদের চার উইকেটে পরাজিত করেছে। ফলে, নাজমুল হোসেন শান্তর দল ২-১ ব্যবধানে সিরিজ জিতলো।

এদিন টাইগার পেসার তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই শ্রীলংকার দুই ওপেনারকে ফিরিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন। এরপর মিডল অর্ডারে ধাক্কা দেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজও ঘূর্ণির বলের জাদু দেখান। ফলে, দল নিয়মিত বিরতিতেই উইকেট পেয়েছে।

অবশ্য, ধারার বিপরীতে দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখেছিলেন শ্রীলংকার জেনিথ লিয়ানাজ। তিনি দায়িত্বশীল এক ইনিংস খেলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই শ্রীলংকা ২৩৫ রানের লড়াকু সংগ্রহ পায়। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১০১ রান করেছেন। লিয়ানাজ ১০২ বলের অসাধারণ ইনিংসটিতে ১১টি চার ও দুইটি ছক্কা মেরেছেন। এছাড়া, চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে এসেছে ৩৭ রান।

তাসকিন আহমেদ বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় তিনটি উইকেট শিকার করেছেন। পাশাপাশি, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ দুইটি করে উইকেট পেয়েছেন।

২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও তানজিদ বাংলাদেশকে আট ওভারে ৫০ রানের সূচনা এনে দেন। পেসার প্রমোদ মদুশানের করা চতুর্থ ওভারে ১৫ এবং ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার বলে ১৩ রান নেন তানজিদ। অষ্টম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন কুমারা। সাবধানে খেলতে থাকা বিজয় ২২ বলে ১২ রান করে আউট হন। এক ওভার পর আবারও আঘাত হানেন কুমারা। তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (১ ) ফেরান।

৫৬ রানে দুই উইকেট পতনের পরে তানজিদ ও তাওহিদ হৃদয় বড় জুটির চেষ্টা করেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন ৫১ বল খেলা তানজিদ। ধীরে ধীরে হাফ-সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া জুটিতে ভাঙন ধরান কুমারা। তিনি ২২ রান করা হৃদয়কে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন। ৬৮ বলে ৪৯ রান যোগ করেন তানজিদ ও হৃদয়।

দলীয় ১০৫ রানে হৃদয় ফেরার পরে চাপ বাড়ে বাংলাদেশের উপর। ১৭ রানের ব্যবধানে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিদ আউট হন। মাহমুদুল্লাহকে এক রানে কুমারা ও সেঞ্চুরির পথে থাকা তানজিদকে ৮৪ রানে আউট করেন হাসারাঙ্গা। ৮১ বল খেলে নয়টি চার ও চারটি ছক্কা মারেন তানজিদ।

এরপর ব্যক্তিগত ২৫ রানে মিরাজ ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হলে চিন্তায় পড়ে বাংলাদেশ দল। কারণ, টাইগারদের এ-সময় চার উইকেট নিয়ে ৫৮ রান দরকার ছিল। ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিমের সাথে মূল্যবান ৪৮ রান যোগ করেন মিরাজ। ৩৭তম ওভারে মিরাজ ব্যক্তিগত ২৫ রানে বিদায় নিলে ক্রিজে এসে নিজের মুখোমুখি হওয়া প্রথম বল থেকেই ঝড় তোলেন রিশাদ। তিনি হাসারাঙ্গার করা ওভারে দুইটি ছক্কা ও একটি চার মেরেছেন। 

৩৯ ওভার শেষে বাংলাদেশের ২৭ রান দরকার ছিল। রিশাদ হাসারাঙ্গার করা ৪০তম ওভারে প্রথম দুই বলে ছক্কা এবং পরের তিন বলে তিনটি চারে ২৪ রান করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। মুশফিক পরের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। 

মুশি  তিনটি চার ও একটি ছক্কায় ৩৬ বলে অনবদ্য ৩৭ এবং রিশাদ পাঁচটি চার ও চারটি ছক্কায় ১৮ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। 

শ্রীলংকার কুমারা চারটি উইকেট শিকার করেন। 

রিশাদ বল হাতে এক উইকেট নেওয়ার পরে আট নম্বরে নেমে ঝড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ-সেরা হয়েছেন। তিন ম্যাচে ১৬৩ রান করে সিরিজ-সেরা হয়েছে টাইগার-দলপতি শান্ত। 

দুই দল আগামী ২২ মার্চ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

Loading...