loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

বিএসএমএমইউ বহির্বিভাগে ছুটি; ইনডোর ও জরুরি বিভাগ খোলা


বিএসএমএমইউ বহির্বিভাগে ছুটি; ইনডোর ও জরুরি বিভাগ খোলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর বহির্বিভাগ পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে ১০ থেকে ১৪ এপ্রিল বন্ধ থাকবে। অবশ্য, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে। অন্যদিকে, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ চালু থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চলবে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

বিশ্ববিদ্যালয়ের সকল পাঠদান, দপ্তর, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসাল্টেশন সার্ভিস, পিসিআর ল্যাব, কোভিড-১৯ টিকাদানও ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক পবিত্র ঈদ-উল-ফিতর ও ১৪৩১ বঙ্গাব্দ’র শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

উপাচার্য পবিত্র ঈদের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না-হয় – সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

Loading...