loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • ইয়াং বয়েজের কাছে হেরেই গেল ইউভেন্টাস

  • সানের জোড়া গোলে ম্যানসিটি গ্রুপ সেরা

  • নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল

  • জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফলাফল ২৪ ডিসেম্বর

রংপুরে ‘ওয়াকার’ ফুটওয়্যার এর শোরুম উদ্বোধন


রংপুরে ‘ওয়াকার’ ফুটওয়্যার এর শোরুম উদ্বোধন

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জুতার ব্রান্ড ‘ওয়াকার’ রংপুরে একটি শোরুম চালু করেছে। সম্প্রতি শহরের গুপ্তপাড়া স্টেশন রোডে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন। 

 শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সব বয়সীদের জন্য আকর্ষনীয় ডিজাইনের জুতা রয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, “ওয়াকার’ জুতার অন্যতম বৈশিষ্ট্য হলো সব বয়সীদের জন্য সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে জুতা উৎপাদন করা। আমরা নারী-পুরুষ ও শিশুদের রুচি অনুযায়ি নতুন নতুন ডিজাইনের জুতা উপহার দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই সাথে এসব জুতা সকলের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করছি”।

ওয়াকার ফুটওয়্যার এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান ও ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...