loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে রয়েছে

  • জিরোনার কাছে বার্সার হার, চার ম্যাচ আগেই চ্যাম্পিয়ন রিয়াল

  • দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সহজ জয়

  • প্রাথমিক বিদ্যালয়ে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ

  • হালানের চার গোলে সিটির বড় জয়, জিতেছে আর্সেনালও

তিনদিনেই ১২০ কোটি রুপি আয় ‘সঞ্জু’র


তিনদিনেই ১২০ কোটি রুপি আয় ‘সঞ্জু’র

বলিউডের খলনায়কের জীবনকাহিনি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। দর্শকদের প্রশংসা তো পেয়েছে, সঙ্গে সমালোচিতও হয়েছে পরিচালক রাজকুমার হিরানী পরিচালিত ‘সঞ্জু’। ‘সঞ্জু’তে রণবীরের অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। ছবিটি দেখে মনে হয়নি, সঞ্জয় দত্তের নকল করার চেষ্টা করেছেন রণবীর, বরং একজন রক্তমাংসের মানুষকে পর্দায় তুলে ধরেছেন তিনি।

এখনও পর্যন্ত চলতি বছরের প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে এগিয়ে ছিলো সালমান খান অভিনীত ‘রেস থ্রি’। মাত্র দুই সপ্তাহেই সাল্লুর ছবিকে সে আসন থেকে নামিয়ে দিলো রণবীরের ‘সঞ্জু’। রাজকুমার হিরানীর ছবির প্রথম দিনের আয় ছিলো ৩৪ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় ছিলো ৭৩ কোটি ৩৫ লাখ রুপি। মাত্র তিনদিনে ১২০ কোটি রুপি আয় করে নিয়েছে ‘সঞ্জু’। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

এ-বছর শত কোটির ক্লাবে প্রবেশ করা ছবিগুলোর তালিকায় সপ্তম স্থানে রয়েছে ‘সঞ্জু’। এর আগে ‘পদ্মাবত’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘রেইড’, ‘বাঘি টু’, ‘রাজি’ এবং ‘রেস থ্রি’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

‘সঞ্জু’তে সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই রয়েছে।

ছবিতে সঞ্জয় দত্তের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে দেখা গেছে দিয়া মির্জাকে। একজন লেখকের চরিত্রে রয়েছেন আনুশকা শর্মা।

Loading...