loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

বিশ্বের সেরা ১০০ ছবির তালিকায় ‘পথের পাঁচালী’


বিশ্বের সেরা ১০০ ছবির তালিকায় ‘পথের পাঁচালী’

বিশ্বের সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে ‘পথের পাঁচালি’। ৬৩ বছর পেরিয়ে বিশ্বের সেরা ১০০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে অপু-দুর্গা আর তাঁদের নিশ্চিন্দিপুরের গল্প। ছবিটি পেয়েছে ‘চিরন্তন ক্লাসিক’ খ্যাতি।

সম্প্রতি বিদেশি ভাষার সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে বিবিসি - সেখানে ২৪টি দেশের ৬৭ জন পরিচালকের ১৯টি ভাষার ছবি স্থান পেয়েছে। এর মধ্যেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় নির্মিত এই অনন্য কীর্তি।

‘পথের পাঁচালী’ বিবিসি’র তালিকায় ১৫ নম্বরে রয়েছে। প্রথম স্থান অধিকার করেছে আকিরা কুরোসাওয়া’র ‘সেভেন সামুরাই’। ‘ওয়াইল্ড স্ট্রবেরিস’ ও ‘ব্যাটেলশিপ পোটেমকিন’-এর মতো ছবিকে পিছনে ফেলেছে ‘পথের পাঁচালি’। এই তালিকায় রয়েছে ইঙ্গমার বার্গম্যান, ফেদরিকো ফেলিনি, সের্গেই আইজেনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত পরিচালকের নাম।

সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি ছিল ‘পথের পাঁচালি’। ১৯৫৫ সালে ছবিটি মুক্তি পায়। অপু ত্রয়ী চলচ্চিত্র-সিরিজের প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালি’র মুখ্য চরিত্র অপু। তাঁর শৈশবকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর বিশের দশকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে এই ছবিতে।

এই চলচ্চিত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান থাকায় নির্মাণ-কাজ ব্যাহত হয় এবং তিন বছর পরে তা সম্পন্ন হয়েছিল। সেতার বাদক রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে চলচ্চিত্রের সঙ্গীতাবহ নির্মাণ করেন।

Loading...