loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

পর্তুগালের জার্সিতে ফিরছেন সিআর সেভেন


পর্তুগালের জার্সিতে ফিরছেন সিআর সেভেন

ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে ২০২০ সালের ইউরো’র বাছাইপর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। আর এই দুই ম্যাচে অংশ নিতে জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন ইউভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।  

গত বছর রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো’র ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর থেকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতোই স্বেচ্ছা অবসরে চলে যান সিআর সেভেন। কিছুদিন আগে মেসির অবসর ভেঙে ফেরার খবর নিশ্চিত হয়েছে। এবার রোনাল্ডোকেও দেখা যাবে জাতীয় দলের জার্সিতে।

অবশ্য ৩৪ বছর বয়সী রোনাল্ডো না খেললেও গত ছয় ম্যাচ ধরে অপরাজিত ফার্নান্ডা সান্টোসের দল। এর মধ্যে তিন ম্যাচে জয় ও তিন ম্যাচে ড্র তাঁদের ইউয়েফা ন্যাশন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে দিয়েছে।

পর্তুগালের হয়ে ৮৫ গোল করা রোনাল্ডো গত গ্রীষ্মে ইউরোপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তাঁকে পাওয়ায় পর্তুগিজদের শক্তিমত্তা আরও বেড়ে যাবে তা বলাই বাহুল্য। 

চলতি মৌসুমের শুরুতে স্পেনের রিয়াল মাদ্র্রিদ ছেড়ে ইউভেন্টাসে পাড়ি দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন রোনাল্ডো। এরইমধ্যে ইটালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচে ২৪ গোল করেছেন। গত বুধবার (১৩ মার্চ) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলো’র দ্বিতীয় লেগের ম্যাচে তাঁর অবিশ্বাস্য হ্যাটট্রিক এখনো ফুটবলভক্তদের চোখে লেগে আছে।

আগামী ২২ মার্চ ইউরো’র বাছাইপর্বে গ্রুপ ‘বি’র ম্যাচে ইউক্রেন ও তিনদিন পর সার্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। দু’টি ম্যাচই হবে লিসবনে।

Loading...