loader image for Bangladeshinfo

শিরোনাম

  • আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো মেনোত্তি আর নেই

  • লেভাকুজেন ৫৯ বছর পুরোনো রেকর্ড স্পর্শ করলো

  • বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে টাইগ্রেসদের ৫৬ রানের পরাজয়

  • নওগাঁর পতিসরে রবীন্দ্রজন্মোৎসব

  • প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ বুধবার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ-দিবস পালিত


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ-দিবস পালিত

গতকাল ছিল ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। এ-উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করে।

বাংলা একাডেমি এদিন বিকেলে শামসুর রাহমান সেমিনার কক্ষে এক সেমিনারের আয়োজন করে। এতে মূলপ্রবন্ধ পাঠ করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ড. আানিসুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচির আয়োজন করে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁ’র পতিসরে আলোচনা সভা ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে কবির ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পতিসর রথীন্দ্রনাথ ইনষ্টিটিউশন মাঠে নওগাঁ-৬ রানীনগর-আত্রাই সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, এমপি রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন ও সমাজ ভাবনা বিষয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি ও রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র-গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

মহাকালের চেনাপথে প্রতিবছরই বাইশে শ্রাবণ আসে। দিনটি বিশ্বব্যাপী রবিভক্তদের কাছে শোকের, শূন্যতার।

রবীন্দ্রকাব্যে মৃত্যু এসেছে বিভিন্নভাবে। জীবদ্দশায় মৃত্যুকে তিনি জয় করেছেন বারবার। মৃত্যুবন্ধনা করেছেন তিনি এভাবে- ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান। মেঘবরণ তুঝ, মেঘ জটাজুট! রক্ত কমলকর, রক্ত-অধরপুট, তাপ বিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান॥’

অগাস্টের প্রথম দিন দুপুরবেলা থেকেই রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েন। অগাস্টের তিন তারিখ থেকে কিডনিও নিঃসাড় হয়ে পড়ে। ৬ অগাস্ট রাখিপূর্ণিমার দিন কবিকে পূর্বদিকে মাথা করে শোয়ানো হয়। পরদিন ২২শে শ্রাবণ (৭ অগাস্ট) রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ঘড়িতে তখন ২২শে শ্রাবণের বেলা ১২টা বেজে ১০ মিনিট (প্রায়), কবি চলে গেলেন পরপারে।

রবীন্দ্রনাথ নোবেল বিজয়ী প্রথম বাঙালি কবি। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদ The Song Offerings-এর জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির দুই সহস্রাধিক গান-কবিতা, বাণী এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যোগায়।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেই শুধু নয়, চিরকালই কবির রচনাসমূহ প্রাণের সঞ্চার করে বাঙালির মনে-প্রাণে। আমাদের প্রতিটি সংগ্রামেই কবির চিরায়ত রচনাসমগ্র আবিষ্ট হয়ে আছে। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

Loading...