loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

ফরচুন বরিশাল বিপিএল-এর প্রথম শিরোপা জিতলো


ফরচুন বরিশাল বিপিএল-এর প্রথম শিরোপা জিতলো

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৪-৬ (মাহিদুল ৩৮, রাসেল ২৭*, জাকের ২০*, ফুলার ২-৪৩)
ফরচুন বরিশাল: ১৯ ওভারে ১৫৭-৪ (মায়ার্স ৪৬, তামিম ৩৯, মিরাজ ২৯; মঈন ২-২৮, মোস্তাফিজ ২-৩১
ফলাফল: ফরচুন বরিশাল ছয় উইকেটে জয়ী
ম্যাচ-সেরা: কাইল মায়ার্স
টুর্নামেন্ট-সেরা: তামিম ইকবাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাঁচে পাঁচ হলো না। বিপিএল-এর প্রথম শিরোপা ধরা দিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশালের হাতে। দশম বিপিএল-এর ফাইনালে শুক্রবার (১ মার্চ) হ্যাটট্রিক শিরোপার আশায় থাকা কুমিল্লাকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বরিশাল। এর আগে চারবার ফাইনালে উঠে চারবারই শিরোপার স্বাদ পাওয়া কুমিল্লা ফাইনালে এবারই প্রথম পরাজিত হলো।

২০২২ সালের ফাইনালে এই কুমিল্লার কাছে হেরেই রানার্সআপ হওয়া ফরচুন বরিশালের এটি ছিল দ্বিতীয় ফাইনাল। অবশ্য ‘ফরচুন বরিশাল’ নামে না হলেও বিপিএল-এ বরিশালের দল ফাইনাল খেলেছে আরও দুবার। ২০১২ সালের প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স নামে তারা হেরেছিল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে। বরিশাল ফাইনাল খেলেছে ২০১৫ বিপিএলেও, সেবার নাম ছিল ‘বরিশাল বুলস’।

চ্যাম্পিয়ন যাঁরাই হোক – তাঁদের বরণ করে নিতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি প্রস্তুতই ছিল। কুমিল্লা, বরিশাল দুই দলের জার্সির রংই লাল বলে গ্যালারি যেন রূপ নিলো লাল সমুদ্রে।

২০২২ বিপিএল-এর ফাইনালে মিরপুরের উইকেটেই ১৫১ রান করে জিতেছিল কুমিল্লা। কিন্তু পরের বছর সিলেট স্ট্রাইকার্স কুমিল্লাকে হারাতে পারেনি ১৭৫ রান করেও। মিরপুরের উইকেট যে আর আগের মতো নেই, সেটা দেখা গেছে এবারের বিপিএল-এও। অভিজ্ঞ ব্যাটিং লাইনআপের বরিশাল কোনো বিপর্যয়ে না-পড়লে কুমিল্লার ছয় উইকেটে করা ১৫৪ রান কঠিন লক্ষ্য হওয়ার কথা ছিল-না তাঁদের জন্য।

এদিন কুমিল্লার ১৫৪ রানে রাসেলের অবদানই বেশি। মাহিদুল ইসলামের আউটের পরে যখন তিনি উইকেটে এলেন, ইনিংসের মাত্র ৩.২ ওভার বাকি তখন; রান ছয় উইকেটে ১১৫। সেখান থেকে স্কোরটা ১৫৪-তে গেছে মূলত চার বাউন্ডারিতে রাসেলের ১৪ বলে অপরাজিত ২৭ রানের সৌজন্যে। সপ্তম উইকেটে জাকেরকে (২৩ বলে ২০*) নিয়ে ৩.২ ওভারেই ৩৯ রানের জুটি গড়েন রাসেল।

অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দুর্দান্ত ফর্ম নিয়ে ফাইনালে এসেছেন। বিদেশি ক্রিকেটারদের নামেও বরিশালের চেয়ে কম ভারী ছিল না-কুমিল্লা। বিশেষ করে সুনীল নারাইন, মঈন আলী, আন্দ্রে রাসেলের কাছে তো এই সংস্করণে একটা প্রত্যাশা থাকেই। কিন্তু ফাইনালে এসে রাসেল ছাড়া চারবারের চ্যাম্পিয়নদের অন্য সব বড় নামই কেমন চুপসে গেলো। আর শিরোপা–উৎসব করলো অভিজ্ঞতায় ঠাসা ফরচুন বরিশাল।

মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিনদের সঙ্গে নিয়ে বরিশালের মতো অধিনায়ক তামিমেরও বিপিএল-এ এটাই প্রথম শিরোপা। তবে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন ২০১৮ সালেও; সেটা অবশ্য ছিল এদিন যাঁদের হারিয়েছেন – সেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

Loading...