loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের তরী ডুবলো তীরে এসে


প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের তরী ডুবলো তীরে এসে

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ২০ ওভারে ২০৬ (কুশল ৫৯, কামিন্দু ১৯ ; শরিফুল ১-৪৭, রিশাদ ১-৩২)
বাংলাদশ: ২০ ওভারে ২০৩-৮ (মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮; ম্যাথিউস ২-১৭, শানাকা ২-৩৬)
ফলাফল: শ্রীলংকা তিন রানে জয়ী
ম্যাচ-সেরা: চারিথ আসালঙ্কা (শ্রীলংকা)
সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলংকা ১-০ ব্যবধানে এগিয়ে

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল শ্বাসরুদ্ধকর লড়াই করে পরাজিত হলো। টাইগাররা সোমবার (৪ মার্চ) শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বড় টার্গেট তাড়া করে তীরে গিয়ে তরী ডুবিয়েছে। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটিং তাণ্ডবে জয়ের দুয়ারে চলে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ চার বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জাকের। তাঁর বিদায়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত তিন রানে পরাজিত হতে হয় নাজমুল হাসান শান্তর দলকে।

সফরকারী শ্রীলংকা এদিন টস হেরে প্রথমে ব্যাট করে সাদিরা সামারাবিক্রমা ও কুশাল মেন্ডিসের দুই ফিফটিতে ভর করে তিন উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। সাদিরা সামারাবিক্রমা ৪৮ বলে আট চার আর একটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ৩৬ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫৯ রান করে ফেরেন কুশাল মেন্ডিস। অধিনায়ক চারিথ আসালঙ্কা মাত্র ২১ বল খেলে ছয়টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

১২০ বলে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন তারকা ওপেনার লিটন কুমার দাস। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকারও। তিনি ১১ বলে দুই চারে ১২ রান করে ফেরেন। দলীয় ৩০ রানে আউট হন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। তিনি উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। 

এরপর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৩৮ রান যোগ করেই সাজঘরে ফেরেন শান্ত।

৬৮ রানে প্রথম সারির চার উইকেট পতনের পরে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি দলের চরম ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেছেন। রিয়াদ ২৭ বলে চারটি ছক্কার সাহায্যে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২২তম ম্যাচে সপ্তম ফিফটি করেন। তিনি এরপরে নিজের ইনিংসটা লম্বা করতে চেয়েছিলেন। তবে, বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন। তিনি ৩১ বলে দুই চার ও চারটি ছক্কার সাহায্যে করেছেন ৫৪ রান। তাঁর বিদায়ে ১৩.২ ওভারে ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

রিয়াদ আউট হওয়ার পরে জাকের আলি একের পর এক বাউন্ডারি মেরে মাত্র ২৫ বলে ছয়টি ছক্কায় অর্ধশত রান করেন। তাঁর ব্যাটিং তাণ্ডবে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ দল।

জাকের অবিশ্বাস্য সুন্দর এক ইনিংস খেললেও দলকে জয় উপহার দিতে পারেননি। টাইগারদের জয়ের জন্য শেষ চার বলে প্রয়োজন ছিল ১০ রান। জাকের ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। তিনি ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন।

জাকের আলির বিদায়ের পরে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৩ রান করতে পেরেছে বাংলাদেশ। 

তিন রানের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০-তে এগিয়ে গেলাে শ্রীলংকা।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা একাদশ
আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকসানা, ভিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

Loading...