loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রোববার, অ্যাসেম্বলি বন্ধ থাকবে

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা


অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

ফাইল ছবি

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ২১, ২৪ ও ২৭ মার্চ। এরপর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে নয়টায়। টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় দুপুর ১২টা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে । ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট  দল। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। সফরের সবগুলো ম্যাচই হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তিনটি ওয়ানডে যথাক্রমে – ২১, ২৪ ও ২৭ মার্চ এবং টি-টোয়েন্টিগুলো ৩১ মার্চ, ২ ও ৪ এপ্রিল হবে। অস্ট্রেলিয়া দল ৫ এপ্রিল বাংলাদেশ ছাড়বে।

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।

Loading...