loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তাপপ্রবাহ: ২ মে পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

  • কাচারিপাড়ায় নাসরিন স্পোর্টসের ১৯ গোল

  • লেভার হ্যাটট্রিকে ১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার জয়

  • মোনাকোর পরাজয়ে পিএসজি লিগ চ্যাম্পিয়ন

অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড


অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে পরাজিত হয়ে আসা বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে দেখালো চমক। দলটি কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগ ৪-২ গোলে জিতে পৌঁছে গেছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটির জয় ৫-৪ ব্যবধানে। ডর্টমুন্ড ২০১৩ সালের পরে আবারও এই প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে নাম লেখালো।

সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পিছিয়ে থেকে খেলতে নামা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩৪ মিনিটে এগিয়ে নেন জুলিয়ান ব্রান্ডট। তাতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে ডর্টমুন্ড। ম্যাট হামেল্সের বাড়ানো পেয়ে বক্সের ভেতর থেকে জাল স্পর্শ করেন ব্রান্ডট। পাঁচ মিনিট পরেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন ইয়ান মাতসেন। তাঁর গোলটিও এসেছে কোনাকুনি শটে; এবারও আটকাতে পারেননি অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওব্লাক।

অবশ্য, অ্যাটলেটিকো মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটেই মধ্যে গোল পেয়ে যায়। দিয়েগো সিমিওনের দল আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে। ম্যাট হামেল্স বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন। এরপর ৬৪ মিনিটে আনহেল কোরেরার গোল এগিয়ে দেয় অ্যাটলেটিকোকে। কিন্তু তখনো নাটকীয়তা বাকি ছিল। ডর্টমুন্ড চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয়।

৭১ মিনিটে নিকোলা ফুলক্রুগ এবং ৭৪ মিনিটে সাবিতজার প্রচেষ্টা জাল ছুঁয়ে গেলে সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত হয়ে যায় জার্মান ক্লাবটির।

Loading...