বিকাশ গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহার করার সুযোগ পাবেন। আকাশপথে আন্তঃদেশীয় ভ্রমণের আগে কিংবা বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াসহ অন্যান্য সেবার পেমেন্ট বিকাশ করতে পারছেন গ্রাহকরা।
এ-লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোটেলটির এক্সিকিউটিভ অফিসে বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ-সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বড় প্রিমিয়াম লাউঞ্জ-বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি পরিচালনা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এখানে যাত্রীদের জন্য প্রিমিয়াম খাবার ও পানীয়ের ব্যবস্থা, ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস, ডেডিকেটেড লাগেজ স্টোরেজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। ফলে, বিকাশ গ্রাহকরা ভ্রমণের আগে ও বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।