loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশিত

  • বাংলাদেশ ও আর্জেন্টিনার বাণিজ্য সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধানে আলোচনা

  • মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই

  • বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে বিকাশ পেমেন্টের সুযোগ

সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশিত


সাত কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্থগিত হওয়া দুইটি পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া গত ২৬ ও ২৮ নভেম্বরের পরীক্ষা যথাক্রমে ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসের এক বিজ্ঞপ্তিতে সোমবার (২ ডিসেম্বর) এ-তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে স্থগিত হওয়া ২৬ এবং ২৮ নভেম্বরের পরীক্ষা নতুন সময় সূচি অনুযায়ী হবে। নতুন সূচি অনুযায়ী, ২৬ নভেম্বরের পরীক্ষা আগামী বছরের ৬ জানুয়ারি এবং ২৮ নভেম্বরের স্থগিত পরীক্ষা ১০ ফেব্রুয়ারি নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ-সময় ১ম ও ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।

Loading...